জেলসেনক্রিসেন: ইউরো কাপের (Euro Cup) গ্রুপ বিন্যাসের পর থেকেই বলাবলি হচ্ছিল, এটাই হচ্ছে মরণ গ্রুপ। গ্রুপ অফ ডেথ। হবে নাই বা কেন? এক গ্রুপে ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।
সেই বি গ্রুপ থেকে প্রথম দল হিসাবে শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল স্পেন। এবং সেটাও গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে। পরপর ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট হল স্পেনের। লা রোহাদের গ্রুপ শীর্ষে থাকাও নিশ্চিত।
ইউরো কাপে গতবার খেতাব জিতেছিল ইতালি। এবার প্রথম ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছিলেন আজ্জুরিরা। বৃহস্পতিবার ভারতীয় সময় মাঝরাতের ম্যাচের দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে বসলেন ইতালির রিকার্দো ক্যালাফিওরি (Riccardo Calafiori)। সোমবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইতালির। সেই ম্যাচে না হারলেই শেষ ষোলোয় যাওয়া নিশ্চিত হয়ে যাবে ইতালিরও।
ইতালির বিরুদ্ধে নজর কাড়লেন স্পেনের নিকো উইলিয়ামস। তাঁর দৌড় থামাতে বারবার গলদঘর্ম হতে হয়েছে ইতালির ডিফেন্সকে। ম্যাচের প্রথমার্ধে স্পেনের দাপট থাকলেও গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে নিকো উইলিয়ামসের ক্রসই রিকার্দোর গায়ে লেগে গোলে ঢুকে যায়।
আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে চূর্ণ করেছিল স্পেন। জেলসেনক্রিসেনে ইতালিকেও আরও বড় ব্যবধানে হারাতে পারত স্পেন। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লা রোহারা। তবে তাঁদের সামনে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma)। গোল করার একের পর এক সুযোগ হারাতে থাকে স্পেন। ইদানীং যে সমস্যা বারবার ভুগিয়েছে স্পেনকে।
আরও পড়ুন: জিতেও প্রতিপক্ষকে সম্মান, জার্মানিতে ফুটবল উন্মাদনার বিরল ছবি দেখে মুগ্ধ বঙ্গসন্তান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।