কলকাতা: এই গান শুনেই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেই গানই এবার কার্যত ইতিহাস তৈরি করল বাংলা গানের দুনিয়ায়। প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF) জানাচ্ছে, নতুন ছবি 'তুফান' (Toofan)-এর গান 'লাগে উরা ধুরা' 'ইউটিউব চার্টস গ্লোবাল উইকলি টপ সঙ্গস'-এর নম্বর ৪-এ ট্রেন্ড করছে। 


রাইহান রফি পরিচালিত 'তুফান' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান (Shakib Khan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গানটি লিখেছেন রাসেল মাহমুদ 3বিং শরিফ উদ্দিন। গানটি গেয়েছেন কোক স্টুডিয়ো বাংলার দুই বিখ্যাত গায়ক প্রীতম হাসান এবং রজ্জাক দেওয়ান। এই গানটি নিয়ে এর আগে মিমি বলেছিলেন, 'আমি যখন এই ছবিটা করব বলে ঠিকও করিনি, তখন এই গানটি আমায় শুনিয়েছিলেন পরিচালক। শুনিয়ে বলেছিলেন এটা একেবারে হিট গান আছে। আর সত্যিই তাই, এই গানটা থেকে এত ভাল রেসপন্স পেয়েছি। লাগে উরা ধুরা-তে শ্যুটিং করতে ভীষণ ভাল লেগেছে। বহুদিন বাদে এমন একটা গান যেখানে নাচতে পেরেছি, মন খুলে সাজতে পেরেছি।'


'তুফান' ছবিটি বাংলাদেশে রেকর্ড ব্যবসা করেছে। আর ভারতেও ভীষণ জনপ্রিয় হয়েছে এই ছবির গান। ইতিমধ্যেই এই গানের উপর তৈরি হয়েছে ৫৫০ হাজার রিলস। ইউটিউবে ভিউয়ার্সের সংখ্যা ছাড়াল ৮৫ মিলিয়ান। ইউটিউবে বিশ্বব্যাপী সাপ্তাহিক সেরা গানের মধ্যে চার নম্বরে রয়েছে শাকিব-মিমির এই গান। এই ছবিতে মিমি ও শাকিব ছাড়াও রয়েছেন, নাবিলা ও চঞ্চল চৌধুরী। সিনেমায় আরও একটি গান রয়েছে যা বেশ জনপ্রিয় হয়েছে। সেটি হল দুষ্টু কোকিল। এই গানে মিমির নাচও বেশ মুগ্ধ করেছে। সদ্য 'তুফান' এর সাফল্য কামনায় কালীঘাটে পুজও দিয়েছিলেন মিমি। এই ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন শাকিব খান। প্রচারে এসে তাঁর মুখে কেবলই ছিল দুই বাংলার কথা।


 






আরও পড়ুন: YouTuber Dhruv Rathee: প্যারোডি অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্ট, আইনি ঝামেলায় জড়ালেন ইউটিউবার ধ্রুব রাঠী!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।