মুম্বই: মেয়ে শ্রদ্ধা কপূর তাঁর নিজের পছন্দের একজন পুরুষকে বিয়ে করবেন। এমনই জানালেন বলিউড অভিনেতা শক্তি কপূর। ‘দ্য জার্নি অফ কর্মা’ ছবির টিজার ও পোস্টার প্রকাশের অনুষ্ঠানে তিনি মেয়ের বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সব বাবাই চায় একটি ভাল ও সম্ভ্রান্ত পরিবারে তার মেয়ের বিয়ে হোক। আমি চাই ও ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উন্নতি করুক। বাবা হিসেবে সন্তানদের স্বাধীনতা দিতেই হবে। কারণ, এখন সময় বদলে গিয়েছে। বাবা-মা আর সন্তানদের বিয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দ চাপিয়ে দিতে পারেন না। এখন জীবনসঙ্গী সহ সব বিষয়েই সন্তানদের মতামত নিতে হয়। এখন আমার মেয়ে কেরিয়ার নিয়ে ব্যস্ত। তবে ও যেদিনই বিয়ের পরিকল্পনার কথা জানাবে, ওর পছন্দের ব্যক্তিকে বিয়ের ক্ষেত্রে আমরা আপত্তি জানাব না।’

বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন শ্রদ্ধা। তিনি সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করবেন। এ বিষয়ে শক্তি বলেছেন, ‘এখন সব অভিনেতাই চ্যালেঞ্জ গ্রহণ করছে। রণবীর কপূর, ফারহান আখতাররাও বায়োপিকে দারুণ অভিনয় করেছে। সব অভিনেতাই পরিশ্রম করছে। এবার সাইনা নেহওয়ালের চরিত্রে অভিনয় করবে শ্রদ্ধা। ও হায়দরাবাদে গিয়ে সাইনার সঙ্গে অনুশীলন করেছে। ও অনুশীলন চালিয়ে যাচ্ছে। প্রভাসের সঙ্গে সাহো ছবির শ্যুটিংয়ের জন্য আবুধাবি যাবে শ্রদ্ধা। ও রাজকুমার রাওয়ের ছবি স্ত্রী ও বাত্তি গুল মিটার চালু-তেও কাজ করবে। ও বিভিন্ন ধরনের ছবিতে কাজ করায় আমি খুশি।’