মুম্বই: গুজব, গুঞ্জন ছিলেোই। আর এবার সম্পর্ক ভাঙার জল্পনায় শীলমোহর দিলেন শমিতা শেট্টি (Shamita Shetty) খোদ। বিগ বসের বাড়ি থেকে রাকেশ বাপটের সঙ্গে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বোন শমিতার যে সম্পর্ক শুরু হয়েছিল, সামাজিক মাধ্যমে সেই সম্পর্ক ভাঙা নিয়ে সরব হলেন অভিনেত্রী নিজেই। 


শমিতা ইনস্টাগ্রাম (Instagram) স্টেটাসে সাদা কালোয় একটি স্টেটাস শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, 'আমার মনে হয় এবার বিষয়টা পরিস্কার করে দেওয়া দরকার। আমি আর রাকেশ (Rakesh Bapat) এখন আর একসঙ্গে নেই। গত কিছুদিন ধরেই ছিলাম না। কিন্তু এই মিউজিক ভিডিওটা আমাদের সমস্ত অনুরাগীদের জন্য যাঁরা আমাদের একটা ভালোবেসেছেন আর সমর্থন করেছেন। আমরা আলাদা হওয়ার পরেও আমাদেরকে আপনারা ভালোবাসবেন সেই আশাই রাখছি। সবাইকে ভালোবাসা।'




আরও পড়ুন: First Look: কঙ্গনা রানাউতের 'ইমার্জেন্সি'তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তলপড়ে, প্রকাশ্যে প্রথম লুক


মুম্বইতে একাধিকবার পাপারাৎজির (Paparatzzi) ক্যামেরায় ধরা পড়েছেন রাকেশ-শমিতা। নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন তাঁরা। কিন্তু কিছুদিন থেকেই জল্পনা ছিল তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন শমিতা।