ভোপাল: ভোপাল নবাব পরিবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তি দখলদাররা কবজা করে রেখেছে। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন বর্ষীয়াণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর দাবি, ওই সম্পত্তি আসলে তাঁর, তা তাঁকে ফিরিয়ে দিতে হবে।
ভোপালের কোহ ই ফিজা এলাকায় মূল্যবান ওই সম্পত্তি নবাবি আমলে ভোপালের প্রধান বিচারপতি সালামুদ্দিন খানের সরকারি বাসভবন ছিল। দার উস সালাম নামে ওই সম্পত্তি এখন দখল করে রয়েছেন সালামুদ্দিনের এক নাতনির স্বামী আজম খান। তিনি নাকি সেই সম্পত্তি নবাবরা তাঁদের দান করেছেন দাবি করে বিক্রিরও চেষ্টা করেন। কিন্তু শর্মিলার বক্তব্য, মনসুর আলি খান পতৌদির সঙ্গে বৈবাহিক সূত্রে ওই সম্পত্তির মালিকানা তাঁর, কারণ পতৌদি ছিলেন ভোপালের নবাব হামিদুল্লা খানের নাতি, তাই দার উস সালামের আসল অধিকারী তিনিই।
তাই আদালতে তাঁর অনুরোধ, দখলদার দের উচ্ছেদ করে তাঁর সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক তাঁকে। শর্মিলার আরও অভিযোগ, সমাজবিরোধীদের সাহায্যে ওই বাড়ির তালা ভেঙে ঢুকে তা দখল করা হয়েছে, চুরি করা হয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য সামগ্রী। সম্পত্তির মালিকানা সংক্রান্ত কাগজপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভোপাল নবাবদের সম্পত্তির দাবিতে আদালতে শর্মিলা ঠাকুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2017 09:25 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -