নয়াদিল্লি: মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে (Kokilaben Ambani Hospital) ভর্তি অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha Hospitalised)। কয়েকদিন আগেই ভর্তি হয়েছেন। সূত্রের খবর, জুহুতে নিজের বাংলো 'রামায়ণ'-এ যখন ছিলেন সেখানেই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান। অল্পবিস্তর চোট পান ও যন্ত্রণার কারণে ভর্তি হন হাসপাতালে। এখন কেমন আছেন তিনি?


কেমন আছেন শত্রুঘ্ন সিন্হা? 


বাড়িতেই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে চোট পান শত্রুঘ্ন সিন্হা। যখন তিনি দ্বিতীয়বার যন্ত্রণা হওয়ার কথা বলেন তখন তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন সমাজমাধ্যমে গুঞ্জন যে অভিনেতাকে ছোটখাটো অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে হাসপাতালে। যদিও সূত্রের তরফে সেই জল্পনায় জল ঢালা হয়েছে এক কথায়। 


অন্যদিকে, বর্ষীয়াণ অভিনেতা সাংসদের ছেলে লব সিন্হার সঙ্গে কথা বলে এবিপি নিউজ। তিনিও এই সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তারকা পুত্র জানিয়েছেন তাঁর বাবা ভাইরাল জ্বরে আক্রান্ত। যার ফলে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন, এবং সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। 


লব সিন্হা জানিয়েছেন যে অভিনেতার রুটিন চেক-আপ ও পুরো শরীরের প্রয়োজনীয় চেক-আপ করানো হয়েছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁর বাবা এখন অনেকটাই ভাল আছেন এবং আজ, সোমবার, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন। 


শত্রুঘ্ন সিন্হাকে শেষ দেখা গিয়েছিল ২৩ জুন, মেয়ে সোনাক্ষী সিন্হার বিয়ের দিনে। মেয়ের হাত ধরে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখেন অভিনেতা। কিন্তু পড়ে গিয়ে চোট পাওয়ার ঘটনা ঘটে ২৫ জুন। তার দিন দুই পর, ২৭ জুন, ফের যন্ত্রণা অনুভূত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বাবাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী। সঙ্গে ছিলেন জাহির ইকবালও। সোনাক্ষীর হাসপাতালে যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পরেই শোনা যায় গুঞ্জন। অনেকে ধরেই নেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণেই নাকি হাসপাতালে গিয়েছিলেন চেক-আপ করাতে। 


আরও পড়ুন: Sonakshi Sinha: জাহিরকে বিয়ে করে ভালবাসায় ভাসছেন সোনাক্ষী.. বললেন, 'গ্রীনেস্ট ফ্ল্যাগ এভার'


উল্লেখ্য, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই বিশ্বকাপ উপভোগ করেছেন তিনি। সেখানেই আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দেখেছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে ভারতের কাপ জয় উদযাপন করেছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।