কলকাতা: জেন জ়ি-র কাছে, গ্রীন ফ্ল্যাগ (Green Flag) আর রেড ফ্ল্যাগ (Red Flag).. এই দুটো কথা বেশ পরিচিত। সম্পর্কে গ্রীন ফ্ল্যাগ শব্দটা ব্যবহার করা হয়, ভালবাসায় ভাল থাকা বা উপযুক্ত জীবনসঙ্গী পাওয়া এগুলি বোঝাতে। ঠিক তেমনটাই কী পেয়েছেন সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)? বিয়ে পরে সোনাক্ষীর সদ্য শেয়ার করা ভিডিও দিচ্ছে সেই বার্তাই। 


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনাক্ষী। সেখানে দেখা যাচ্ছে, বিলাসবহুল একটি হোটেলের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন সোনাক্ষী। তাঁর খালি পা। আর সামনেই হেঁটে যাচ্ছেন জাহির ইকবাল (Zaheer Iqbal)। সোনাক্ষীর সদ্য বিবাহিত স্বামী। জাহিরই হাতে করে নিয়ে যাচ্ছেন সোনাক্ষীর হিল জুতো। সম্ভবত সোনাক্ষীর পায়ে ব্যথা হয়েছে বলেই তিনি হিল ছেড়ে খালি পায়ে হাঁটছেন। নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে এই ভিডিও শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, 'যখন তুমি গ্রিনেস্ট ফ্ল্যাগ-কে বিয়ে করো।' অর্থাৎ.. সোনাক্ষী সবচেয়ে ভাল জীবনসঙ্গী পেয়েছেন, তা স্পষ্ট। 


অন্যদিকে, সদ্য সোনাক্ষী ও জাকিরকে নিয়ে অন্য গুঞ্জন ছড়িয়েছিল। তাঁদের হাসপাতালে যাওয়া নিয়ে ছড়ায় গুঞ্জন। অনেকে প্রত্যাশা করেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা, তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন জাহির ও সোনাক্ষী। পরে জানা যায় আসল বিষয়টা।  আসলে হাসপাতালে ভর্তি রয়েছেন শত্রুঘ্ন সিংহ। সোনাক্ষীর বিয়ের পরের দিনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনাক্ষী। তাঁকেই দেখতে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। 


২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী ও জাহির। সকালে পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। রাতে ছিল রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের তাবড় সব অভিনেতা অভিনেত্রীরা। বিয়ের দিন সকালে মায়ের শাড়ি পরে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। রাতে তিনি পরেছিলেন লাল বেনারসি। নিমন্ত্রিতদের আগে থেকেই বলা ছিল, যেন বিয়েতে লাল পোশাক না পরেন তাঁরা। সেই মতোই, লাল শাড়িতে একা, ঝলমলে ছিলেন সোনাক্ষী।


 






আরও পড়ুন: Shruti Das: শ্যুটিং থামিয়ে নিজের হাতে ঘাম মুছিয়ে দিত মিমিদি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।