কলকাতা: সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিংহের (Sonakshi Sinha)-র।  তবে এই বিয়ে নিয়ে উঠেছিল বিভিন্ন প্রশ্ন। যেহেতু জাহির ইকবাল (Zaheer Iqbal) ও সোনাক্ষী দুজনেই ভিন্ন ধর্মের, সেই কারণেই অনেকে প্রশ্ন তুলেছিলেন এই বিবাহ নাকি বৈধ নয়। আর এবার সেই বিবাহ নিয়ে মুখ খুললেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিংহ (Shatrughan Sinha)। দাবি করলেন, এই বিবাহ বৈধ। বিশেষ আইন মেনেই বিয়ে করেছেন জাহির ও সোনাক্ষী। 


সম্প্রতি, একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে শত্রুঘ্ন সিংহ বলেছেন, 'এটা বিয়ের ব্যাপার। দ্বিতীয়ত, আমার সন্তানেরা বিবাহ করেছে, সেটা কখনোই আইন না মেনে বা সংবিধান না মেনে করেনি। শুধু তাই নয়, ওরা নিজেদের ইচ্ছা আর পরিবারের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। আমাদের সবার আশীর্বাদ নিয়েই ওরা বিবাহ করেছে। আমি ওদের প্রশংসাই করব।' শত্রুঘ্ন সিংহ আরও বলেন, 'আমি যদি আমার মেয়ের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আমি আর আমার স্ত্রী পুনম সিংহ সোনাক্ষীর বিয়েতে যোগদান করেছিলাম। এটা তো খুশির উৎসব।'


সোনাক্ষী আর জাহিরকে বলা হচ্ছে, 'মেড ফর ইচ আদার'। অর্থাৎ একে অপরের জন্য তৈরি। এই বিষয়ে মুখ খুলে শত্রুঘ্ন সিংহ বলেন, 'বাবা-মায়েরা সবসময় চান তাঁদের সন্তান খুশি থাকুক। সন্তান যে কাজ করে খুশি হয়, বাবা-মা সবসময় সেটাকে সমর্থনই করে। সবার মতো আমিও মনে করি, ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছে।' ২৩ জুন, পরিবারের সঙ্গে প্রথমে আইনি বিয়ে আর তারপরে সামাজিক বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। 


বিয়ের দিন সকালে সাদা শাড়িতে সেজেছিলেন সোনাক্ষী। এই শাড়ি ছিল তাঁর মায়ের। বিয়ের সন্ধের জন্য সোনাক্ষী বেছে নিয়েছিলেন লাল শাড়ি। সিঁথি ভরা সিঁদুরে অপরূপা তিনি।


 






আরও পড়ুন: Riddhi-Surangana on RG Kar Issue: 'জনসাধারণের থেকে তথ্য গোপন করা হচ্ছে..কঠিনতম শাস্তি চাই', সরব ঋদ্ধি, সুরঙ্গনারা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।