কলকাতা : RG করকাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতি এজলাসে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় আরও দু'টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী ফিরোজ এডুলজি ও কৌস্তভ বাগচীর তরফেও দায়ের হয়েছে মামলা। 'ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের কথা মনে আছে, একই ধরনের ঘটনা। তদন্তে কোথায় কোথায় সমস্যা হচ্ছে তুলে ধরা হবে।' মন্তব্য করেন আইনজীবী ফিরোজ এডুলজি। আগামীকাল RG কর-মামলার শুনানি।


মামলা প্রসঙ্গে আইনজীবী বলেন, 'আমাদের দুটি দাবি আছে। তদন্তের দায়ভার সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ এজেন্সিকে দেওয়া হোক। আমার আবেদনকারীর বিশ্বাস, এই ঘটনা একজন ঘটাতে পারে না। আমাদের দ্বিতীয় দাবি, সিভিক ভলান্টিয়ার ফোর্স নিয়ে আজ অবধি কোনও অডিট করা হয়নি। আমরা চাই, একটা ফরেন্সিক অডিট করা হোক। যেখানে যেখানে প্রত্যেক সিভিক ভলান্টিয়ারের সাইকোলজিক্যাল মূল্যায়ন করা হোক। তাঁদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক। যেটা আজ অবধি করা হয়নি। এটা করলে আমার মনে হয় এধরনের ঘটনা আর হবে না।'


মুমূর্ষুকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতিদিন যে কর্মক্ষেত্রে যাওয়া সেই কর্মক্ষেত্রেই অন ডিউটিতে, ধর্ষণ, নৃশংসভাবে খুন ! টানা ডিউটির পর যেদিন বাড়ি ফেরার কথা ছিল সোদপুরের ৩১ বছরের চিকিৎসকের সেদিন বাড়ি ফিরেছে তাঁর নিথর দেহ। আরজি কর হাসপাতালের যে ন্যক্কারজনক ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে কলকাতা থেকে জেলায়। পথে নেমেছে চিকিৎসক, পড়ুয়া থেকে রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটেই, দিকে দিকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি উঠছে CBI তদন্তের দাবিও। এনিয়ে আগেই সিবিআই তদন্তের দাবি করেছিলেন বিরোধী দলনেতা। এই পরিস্থিতিতে, শনিবার এবিপি আনন্দে মুখ্যমন্ত্রী জানান CBI তদন্তেও কোনও আপত্তি নেই। 


এরপর আজ, সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং সময় বেঁধে দেন পুলিশকে। মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা পুলিশ যদিও সেরা, তাও যদি আন্দোলনরত পড়ুয়া ও নির্যাতিতার পরিবার তদন্তে সন্তুষ্ট না হয়, তাহলে এই মামলা সিবিআইকে দিয়ে দেওয়া হবে।' যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-কে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, 'সিবিআইয়ের সাকসেস রেট যদিও খুব খারাপ, তবুও মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য ....রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত থেকে তাপসী মালিক হত্যাকাণ্ডর ঘটনা, আজ পর্যন্ত তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই । দোষীরা ধরা পড়েনি।'   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।