কলকাতা: কদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী (Bollywood Actor Ashsish Vidyarthi )। ফ্যাশন ডিজাইনার রূপালী বড়ুয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। আর এবার কীভাবে দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সে সম্পর্কে আলোকপাত করলেন অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আশিস বিদ্যার্থী (Bollywood Actor Ashsish Vidyarthi ) জানান, "পিলুর (প্রথম পক্ষের স্ত্রী) সঙ্গে সমস্ত সমাপ্তির পরে, গত বছর আমি আমার একটি অ্যাসাইনমেন্টের সময় রূপালীর সঙ্গে দেখা করি এবং আমরা কথা বলা শুরু করি। এরপর আমরা আবিষ্কার করেছি যে সেও জীবনের নানান ব্যথার মধ্যে দিয়ে গেছে। পাঁচ বছর আগে সে তার স্বামীকে হারিয়েছে এবং আবার বিয়ের কথা ভাবছে না। কিন্তু কথা বলতে বলতে আমরা আবিষ্কার করেছি যে একটি সম্ভাবনা রয়েছে যে, রূপালী জীবনকে নতুন করে দেখতে পারে এবং বিয়ে করার কথা বিবেচনা করতে পারে৷ আমি আশ্চর্যজনক অনুভব করছি যে আমি এমন একজনের সঙ্গে আছি যিনি তার জীবনের এই পর্যায়েও জীবনটাকে একটু অন্যভাবে দেখতে পারে। তার বয়স ৫০ আর আমার বয়স ৫৭, তাহলে একসঙ্গে ভাল থাকা সম্ভব নয় কেন?'
আরও পড়ুন...
খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার
তিনি আরও বলেন, 'আমরা প্রত্যেকে, আমাদের বয়স, স্তর যাই হোক না কেন, আমরা সবাই সুখী হতে পারি। আমার মূল কাথা হল আপনার দায়িত্ব পালন করা এবং এটাই আমার জন্য মূল বিষয় ছিল'
আশিস বিদ্যার্থী বলেন, "পিলু এবং আমি একটি আশ্চর্যজনক বিয়ের বিস্ময়কর স্মৃতি নিয়ে হাঁটছি। আমি কখনোই পিলুর সঙ্গে আমার ছেলের মায়ের মতো সম্পর্ক করিনি। পিলু আমার বন্ধু, আমার স্ত্রী ছিল। সে আমার সঙ্গে এমনই ছিল... অনুগ্রহ করে মনে করবেন না যে সম্পর্কছেদে আমাদের কষ্ট হয়নি। বিচ্ছেদের ব্যথা হয়েছে। পিলু এবং আমি এবং মোগলি দুজনেই ব্যথার মধ্য দিয়ে গেছি। তবে আপনার কাছে একটি পছন্দ আছে। আপনি কি এটি মোকাবেলা করতে চান নাকি আপনি এটি নিয়ে দীর্ঘস্থায়ী হতে চান? তাহলে জীবন চলে যায়।"
উল্লেখ্য়, ১৯৬২ সালের ১৯ জুন দিল্লিতে জন্মেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। গোটা দেশে তার অভিনীত ছবির সংখ্যা খুব একটা কম নয়। হিন্দি ছাড়াও তাঁকে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৯৯১ সাল থেকে মুম্বইয়ের একের পর এক ছবিতে তিনি আলোড়ন তুলেছিলেন। এমনকি সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে সন্দীপ রায় পরিচালিত 'বোম্বাইয়ের বোম্বেটে' বাংলা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।