মুম্বই: গত বছরের একেবারে শেষে প্রয়াত হন টেলিভিশনের পরিচিত মুখ তুনিশা শর্মা (Tunisha Sharma)। 'আলি বাবা- দস্তান এ কাবুল' ধারাবাহিকে সেসময়ে অভিনয় করছিলেন তিনি। বড়দিনের আগেই ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে তাঁর সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আর এবার তুনিশা শর্মার মৃত্যু প্রসঙ্গে গোপন তথ্য দিলেন অভিনেত্রীর আর এক সহ-অভিনেতা চন্দন কে আনন্দ। 


তুনিশা শর্মা মৃত্যু রহস্য-


সম্প্রতি এক সাক্ষাতকারে প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু প্রসঙ্গে তাঁর সহ-অভিনেতা চন্দন কে আনন্দ জানালেন, মৃত্যুর আগে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সময়ের অভাবে তিনি তুনিশার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আর যখন যোগাযোগ করেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নানা সময়ে অভিনেত্রীর অবসাদগ্রস্থ হওয়ার দাবি জানানো হয়েছে অভিযুক্ত শিজান খানের পরিবারের পক্ষ থেকে। সেই দাবিকেও উড়িয়ে দিলেন তিনি। জানালেন, তুনিশা একেবারেই অবসাদগ্রস্থ ছিলেন না। অভিনেতা বলছেন, 'তুনিশা আমার সঙ্গে কিছু কথা বলতে চেয়েছিল। কিন্তু সময়ই পাইনি। সেটে সারাক্ষণই নানা কাজ চলে আসত। ফের পরের দিন নতুন কাজ। জানি না কী কথা বলতে চেয়েছিল। আর তারপরই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে নিল।'


আরও পড়ুন - Besharam Rang: এত বিতর্কের পর অবশেষে 'বেশরম রং' নিয়ে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন


তিনি আরও বলছেন, 'তুনিশা সবসময় হাসিখুশি প্রকৃতির মেয়ে ছিল। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করত। কিন্তু সেই ওই এই মারাত্মক  সিদ্ধান্ত নিল। আমাদের সকলের শেখা উচিত এই ঘটনা থেকে। মনের কথা ভাগ করে নেওয়া দরকার। নাহলে মনে মারাত্মক প্রভাব পড়তে পারে। আমরা সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়ই। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স থেকে মুখ্য চরিত্র পাওয়ার পিছনে দৌড়ই। আর সেখানেই আড়ালে থেকে যায় আমাদের মন।'


অনেকেরই দাবি অবসাদগ্রস্থ ছিলেন তুনিশা শর্মা। প্রসঙ্গে তাঁর সহ-অভিনেতা বলছেন, 'মানুষ বলছে তুনিশা নাকি অবসাদগ্রস্থ ছিল। এমনটা নয় একেবারেই। ওকে সারাক্ষণ অবসাদগ্রস্থ বলা হচ্ছে, এটা শুনে আমার খারাপ লাগত। কোনও অবসাদই ওর মধ্যে ছিল না। কোনও একটা বিষয়ে দুঃখ পেয়েছিল। আর বাকি কী হয়েছিল, তা তো ওই একমাত্র জানে। আমি জানি না কেন, যখনই ওর সম্পর্কে ভাবি, আমি শুধুই সেটে ওর সঙ্গে কাজের কথা ভাবি। ওর সঙ্গে কাজ করার দিনগুলো মনে আসে। ও কাজের প্রতি মারাত্মকভাবে একাত্ম ছিল আর হাসিখুশি ছিল।'


প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর প্রয়াত হন তুনিশা শর্মা। অভিনেত্রীর মৃত্যুরহস্য নিয়ে এখনও তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অভিনেত্রীর মা এবং পরিবার অবশ্য অভিযোগের আঙুল তুলছেন শিজান খানের দিকেই। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।