মুম্বই: তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে নয়া মোড়। সামনে এলো একাধিক তথ্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিজান খানের সঙ্গে তাঁর গোপন প্রেমিকের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
তুনিশা শর্মা কাণ্ডে মুছে দেওয়া চ্যাট উদ্ধার-
তুনিশা শর্মা মৃত্যুকাণ্ডে তদন্তকারী পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, অভিযুক্ত শিজান খানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে তাঁর গোপন এক প্রেমিকারও হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করা হয়েছে। যে চ্যাটগুলি তাঁরা দুজনেই মুছে দিয়েছিলেন।
গত ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেটের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে তুনিশার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী। কিন্তু তাঁর পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। আর তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক সিজান খান (Sheezan Khan)। শিজানের গ্রেফতারির পর সেভাবে মুখ খুলতে দেখা যায়নি তাঁর পরিবারের সদস্যদের। তবে, এবার ক্রমশ মুখ খুলছেন শিজান খানের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, চুল কাটা, জেলের নিরাপত্তা বৃদ্ধি এবং মেডিক্যাল কাউন্সেলিংয়ের জন্য শিজান খানের অনুরোধগুলি বাসাই আদালত মঞ্জুর করেছে। আগামী এক মাসের জন্য, টেলিভিশন অভিনেতার চুল কাটা হবে না। এর আগে, ঠাণে সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ শিজান খানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্রের দাখিল করা একটি আবেদনের জবাবে বাসাই সেশন কোর্টে তাদের আবেদন জানিয়েছিল যে অভিনেতা তাঁর সিরিয়ালের চিত্রগ্রহণের সময় উপস্থিতিতে ধারাবাহিকতার জন্য চুল না কাটার অনুমতি চেয়েছিলেন। টেলিভিশন অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক প্রশ্ন উঠে আসছে। ইতিমধ্যেই গ্রেফতার করে জেল হেফাজতে রাখা হয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক ও সহ-অভিনেতা শিজান খানকে।