কলকাতা: অকালেই ঝরল তারা, মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। ‘কাঁটা লগা গার্ল’ হিসেবেই বলিউডে পরিচিত ছিলেন শেফালি। মাত্র বছর ২০-তেই খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরে কাজ করা ভীষণ কমিয়ে দেন শেফালি। বিয়ে করেছিলেন, হয়ে গিয়েছিল বিচ্ছেদও। দ্বিতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন শেফালি। কিন্তু মাত্র ৪২ বছর বয়সেই থামল তাঁর সফর। কিন্তু অনেকেরই প্রশ্ন, এমন কী হল যে এত অল্প বয়সেই শেফালিকে বিদায় নিতে হল পৃথিবী থেকে?
বাড়িতেই কি মৃত্যু শেফালির?
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় আগের রাতে, রাত ১০টা থেকে ১১টার মধ্যে। অভিনেত্রীর বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পরে তাঁর স্বামী পরাগ ত্যাগী এবং কয়েকজন অভিনেত্রী-কে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। শেফালীর মৃত্যুর পর, পুলিশকে খবর দেওয়া হয় রাত ১টা নাগাদ। খবর পাওয়া মাত্রই পুলিশ অভিনেত্রীর বাড়িতে পৌঁছায়। সেখানে তদন্তের পর তাঁর মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যাতে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যায়।
কখন শেষ হল অভিনেত্রীর ময়নাতদন্ত?
শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত কুপার হাসপাতালে বিকেল ৫টা নাগাদ হয়েছে। এরপর অভিনেত্রীর মরদেহ তাঁর মুম্বইয়ের বাড়িতে আনা হয়েছিল। যেখানে তাঁর পুরো পরিবার অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে আসে। অভিনেত্রীর স্বামী পরাগ শেফালির শেষকৃত্যের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করেন। পরাগের যেন চোখের জল থামতেই চাইছিল না।
পুলিশ স্বামী পরাগ সহ ৮ জনের বয়ান রেকর্ড করেছে
ইতিমধ্যেঅ, শেফালি জাড়িয়াওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। সূত্রের খবর, অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তাঁদের তদন্ত এখনও চলছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তাঁর স্বামী ছাড়াও বাড়ির কর্মচারী সহ ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।
শেফালির শেষকৃত্যে উপস্থিত রইলেন যে তারকারা
শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানাতে তাঁর পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরাও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এই তালিকায় আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রশ্মি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানের নাম রয়েছে। প্রত্যেকেই শেষ বিদায় জানাতে এসেছিলেন 'কাঁটা লগা গার্ল'-কে।
মিডিয়ার কাছে পরাগের এই অনুরোধ
স্ত্রী শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানানোর পর পরাগ ত্যাগীকে কাঁদতে দেখা যায়। শেষকৃত্যের পর তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং হাতজোড় করে শেফালীর জন্য প্রার্থনা করতে বলেন। পরাগ বলেন, ‘আপনারা আমার পরীর জন্য প্রেয়ার করুন প্লিজ...’। তাঁর এই কথা শুনে সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।