মুম্বই: 'বিগ বস'-এর ঘর থেকে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। সেখানে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করে দেয় দর্শকদের। সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘর তাঁকে বহু মানুষের মনে জায়গা করে দিয়েছে। এরপর তাঁর জার্নি থেমে থাকেনি। খুব শীঘ্রই তাঁর বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে। আর তাও সলমন খানের ছবি দিয়ে। 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সম্প্রতি গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শেহনাজ। ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।
শেহনাজের নতুন লুকে মুগ্ধ নেট দুনিয়া-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে গোলাপি রঙের শাড়ি, তার সঙ্গে ম্যাচিং স্টাইলিশ ব্লাউজ এবং বো-তে সাজতে দেখা যাচ্ছে। নজর কাড়ছে শেহনাজের হেয়ার স্টাইল। সব মিলিয়ে গ্ল্যামারাস লুকে নেট নাগরিকদের ফের মুগ্ধ করলেন অভিনেত্রী। কিছুদিন এই শাড়ি লুকেই একটি ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করেন শেহনাজ গিল। সঙ্গে লেখেন, 'আমি আবেগপ্রবণ, কিন্তু আমি শক্তিশালী।'
আরও পড়ুন - Kareena Kapoor Khan: তব্বুর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণা করিনার
প্রসঙ্গত, সলমন খানের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে শেহনাজ গিলের। সম্প্রতি কেরিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করলেন তিনি। জনপ্রিয় এক গানের রিয়েলিটি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় শেহনাজ গিলকে। সেখানেই নিজের কেরিয়ারের পুরনো দিনের কথা বলেন অভিনেত্রী। শেহনাজ গিল জানান যে, অনেক পরিবারই মেয়েদের কাজ করায় সমর্থন করে না। ভাগ্যবান তাঁরা হন, যাঁদের পরিবারে মেয়েদের কাজ করার জন্য সমর্থন রয়েছে। শেহনাজ বলেন, 'আমাদের দেশে খুব কমই পরিবার রয়েছে, যেখানে মেয়েদের কাজ করাকে সমর্থন করা হয়। আমি আমার স্বপ্ন পূরণ করতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম।' এরপরই এক প্রতিযোগীর উদ্দেশে তিনি বলেন যে, 'তুমি খুবই ভাগ্যবান যে, তোমার বাবা-মা তোমাকে সমর্থন করেন। তাঁদের গর্বিত করার চেষ্টা করো আর সবসময় ওঁদের পাশে থেকো।' শেহনাজ আরও বলেন, 'এই প্রথমবার আমি আমার মা-কে দেশের বাইরে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারলাম। আর এই অনুভূতি অসাধারণ।' 'যখন তুমি তোমার বাবা-মায়ের জন্য কিছু করতে পারবে, বুঝতে পারবে, সেই অনুভূতি কতটা অন্যরকম হয়।' বলেন অভিনেত্রী।