মুম্বই: বেশ কিছুদিন পাদপ্রদীপের আলোর বাইরে শার্লিন চোপড়া। তবে তিনি চুপ করে বসে নেই, একের পর এক ফটোশ্যুট ও ভিডিওর শ্যুটিং করছেন তিনি। আর ইন্টারনেটে সে সব ভাইরাল হয়ে যাচ্ছে। এবার শার্লিন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি টেডি বিয়ারের সঙ্গে তাঁর ভিডিও। তা দেখে সোশ্যাল মিডিয়া ইউজারদের চোখ কপালে।

[embed]https://www.instagram.com/p/Bg7lGUThySO/?utm_source=ig_embed[/embed]

তারকাখচিত পার্টি বা পুরস্কার প্রদান অনুষ্ঠানে শার্লিনকে দেখা যায় না তেমন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি অত্যন্ত সক্রিয়। এর আগে নিজের স্নানের ভিডিও-ও পোস্ট করেন তিনি।