কলকাতা: প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে তাঁদের মধ্যে যে লড়াই চলছিল, সেই কথা সর্বজনবিদিত। পুজো উপলক্ষ্যে, একইদিনে মুক্তি পেয়েছে 'রঘু ডাকাত' (Raghu Dakat) ও 'রক্তবীজ ২' (Roktobeej 2)। আগামীকাল মুক্তি পাচ্ছে আরও ২টো ছবি। 'দেবী চৌধুরানী' ও 'যত কাণ্ড কলকাতায়'। তবে মুক্তির আগে থেকেই শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও তাঁর প্রযোজনা সংস্থার তরফ থেকে বারে বারেই বলা হচ্ছে, কম শো দেওয়া হয়েছে 'রক্তবীজ ২'-কে। তবে মুক্তির দিন, একে অপরকে শুভেচ্ছা জানালেন 'রঘু ডাকাত' আর 'রক্তবীজ ২'-এর প্রযোজক। 

সোশ্যাল মিডিয়ায়, যে কোনও সিনেমা মুক্তির আগেই শুভেচ্ছা জানান দেব। এক্ষেত্রেও দেব প্রত্যেকটা সিনেমাকেই আলাদা আলাদা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। 'রক্তবীজ ২'-এর উদ্দেশে দেব এদিন লেখেন, 'রক্তবীজ ২ মুক্তি পাচ্ছে আপনাদের কাছের সিনেমাহলে। অনেক শুভেচ্ছা রইল গোটা টিমের জন্য'। সোশ্যাল মিডিয়ায় 'এক্স' (X)-এর এই পোস্টটিই রিপোস্ট করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, অনেক ধন্যবাদ দেব। 'রঘু ডাকাত'-এর জন্য অনেক শুভেচ্ছা। ঝলমল করুক। জয় হোক বাংলা সিনেমার।'

 

এবার পুজোয় ৪টে ছবি মুক্তি পেলেও, লড়াইটা যেন মূলত ২টি ছবিরই। 'রঘু ডাকাত' (Raghu Dakat) আর 'রক্তবীজ ২' (Raktabeej 2)। হল পাওয়া নিয়ে চাপানউতোর থেকে শুরু করে, 'মাফিয়া কার্ড' আর 'ভিকটিম কার্ড' অনেক তত্ত্বই উঠে আসছে ইন্ডাস্ট্রির অন্দরে। দুটো ছবির প্রচারের অনুষ্ঠানে পড়ছে একই দিনে, কার্যত একই সময়ে। এখানেই শেষ নয়, শনিবার নেতাজি ইনডোর-এ 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চের পাশাপাশি, দেবের ২০ বছর উদযাপনের আয়োজন  ও করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-এর একটি অডিও বার্তা চালানো হয় দেবের উদ্দেশে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা জানান দেবকে। টলিউডে ২০ বছর পারলেন দেব, সেই জন্য তিনি দেবের প্রশংসা করেন। তাঁর কথায়, 'দেব, তুমি খুব ভাল ছেলে'। তবে এর পরের দিনই দেখা গিয়েছিল আরেক দৃশ্য। 'রক্তবীজ ২' নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে।

শিবপ্রসাদ-নন্দিতার মুখ্যমন্ত্রীর কাছে যাওয়াকে নাম না করে প্রশংসাই করেন দেব। তিনি বলেন, 'ভাল তো। মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাবেন... এই কিছুদিন আগেই উনি যে নিয়ম করেছিলেন যে, বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে, ৫০ শতাংশ শো দিতে হবে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে ওঁর অবদান অনেক। আমার প্রথম দিন থেকেই দিদির ওপর বিশ্বাস ছিল। নতুন যাঁরা রয়েছেন, তাঁরাও এখন দিদির ওপর বিশ্বাস করছেন। এটাকেও কপি করা বলব না। কিছু ভাল জিনিস কেউ করলে, আমাদের সেটাকে সমর্থন করা উচিত। আমরা সবাই তো খাটছি বাংলা সিনেমার জন্য। বাংলা ছবির যাতে ভাল হয়। আমি এই বিষয়টাকে সেইভাবেই দেখতে চাই।'