কলকাতা: আজকাল দক্ষিণী ছবির (South Movies) রমরমা। গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় দক্ষিণী ছবি মুক্তি পায়, এবং তা দেখতে ভিড় করেন দর্শক। সেই নিয়ে তর্কবিতর্কও নেহাত কম হয়নি। কিন্তু এমন পরিস্থিতিতেও বাংলা ছবির জন্য সুখের খবর। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'কণ্ঠ' (Kontho) ছবির আনুষ্ঠানিক মালয়লম রিমেক মুক্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পরিচালক স্বয়ং। 


'কণ্ঠ' ছবির অফিসিয়াল রিমেক


২০১৯ সালে মুক্তি পায় শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি 'কণ্ঠ'। অভিনয় করেছিলেন খোদ শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সঙ্গে পাওলি দাম ও জয়া এহসান। 


এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিবপ্রসাদ জানালেন সেই ছবির মালয়লম ভাষায় রিমেক তৈরি হয়েছে। ছবির নাম 'মেরি আওয়াজ শুনো'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুটি ছবিরই পোস্টার শেয়ার করে লেখেন, ''কন্ঠ' সিনেমার অফিসিয়াল রিমেক মালায়লম ভাষায় "মেরি আওয়াজ শুনো"। মালায়লম ইন্ডাস্ট্রির সুপারস্টার ও জাতীয় পুরস্কার প্রাপ্ত দুই অভিনেতা অভিনেত্রী- মঞ্জু ওয়ারিয়ার , জয়সূর্য অভিনয় করেছেন। জয়সূর্য রেডিও জকির চরিত্রটি করেছেন আর মঞ্জু স্পিচ থেরাপিস্ট। আমরা গর্বিত ও আপ্লুত। "মেরি আওয়াজ শুনো" ১৩ই মে 2022, সিনেমা হলে রিলিজ করেছিল এবং বর্তমানে ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাচ্ছে। কণ্ঠস্বর জোরালো হচ্ছে বন্ধুরা। জয় হোক বাংলা সিনেমার।' (অপরিবর্তিত)



ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির তারিখ ১৩ মে ২০২২। আপাতত সেই ছবি দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। 


আরও পড়ুন: SRK on Salman Khan: 'সলমনের সঙ্গে কেবল আনন্দের-ভ্রাতৃত্বের অভিজ্ঞতা রয়েছে', বললেন শাহরুখ খান


অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা পরিচালক দ্বয়ের 'বেলাশুরু'। রমরমিয়ে চলছে সেই ছবি। দর্শকদের কাছে অত্যন্ত প্রশংসিত এই ছবি। এই ছবির একের পর এক নেপথ্য কাহিনির ভিডিও পোস্ট করা হয় প্রযোজনা সংস্থার পেজ থেকে।