কলকাতা: প্রথমে কথা হয়েছিল, এই বছর মুক্তি পাবে 'বহুরূপী' আর 'আমার বস' দুটি ছবিই। তবে 'বহুরূপী'-র সাফল্য বদলে দিয়েছে সমস্ত হিসেব। ৭০তম দিনে 'বহুরূপী'-র একাধিক শো হাউজফুল। সোশ্যাল মিডিয়ায় সেই খতিয়ান শেয়ার করে নিয়েছেন পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) খোদ। এই ছবি মুক্তির পর থেকেই ভেঙেছে একের পর এক রেকর্ড। বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে 'বহুরূপী'। কার্যত পিছনে ফেলে দিয়েছে একাধিক ছবিকে। আর এবার, সেই ছবি কীভাবে প্রভাব ফেলেছে 'আমার বস' ছবির মুক্তিকে, সেই তথ্যই সামনে আনলেন শিবপ্রসাদ।
সোশ্যাল মিডিয়ায় শিবপ্রসাদ লিখেছেন, 'আজ 'বহুরূপী-র ৭০তম দিন, আজকেও হাউসফুল, বুক-মাই-শোতে লাল হয়ে রয়েছে। এই ক্রিসমাসে আমাদের পরবর্তী ছবি 'আমার বস' মুক্তি পাওয়ার কথা ছিল। আমার পরিবেশক, রাজকুমার দামানী আমাকে বলেছিলেন, "শিবুদা, বহুরূপী গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে, "আমার বস" পিছিয়ে দিন"। রাজকুমার দামানীর কথাই সত্যি হলো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ সিনেমা হলের মালিকদের এত ভালোবাসা এত শুভেচ্ছা বহুরূপীকে দেওয়ার জন্য।' সঙ্গে শিবপ্রসাদ প্রমাণ হিসেবে শেয়ার করে নিয়েছেন 'বুক মাই শো'-এর স্ক্রিন শট।
আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত 'বহুরূপী' মুক্তির পর থেকেই পিছনে ফেলে দিয়েছে একাধিক ছবিকে। প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ৬৮ তম দিনে বহুরূপী পার করেছে ১৭.২৫ কোটির গণ্ডি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের কেরিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি ছিল এটি। আর তাঁকে কেরিয়ারে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা ছবিও এটিই। শিবপ্রসাদ বলছেন, 'এই ক্রিসমাসে আমাদের অন্য একটি ছবি, 'আমার বস' মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু রাজকুমার দামানীই বলেছিলেন, বহুরূপী গোটা ডিসেম্বর মাসে জুড়ে চলবে। 'আমার বস'-এর মুক্তি পিছিয়ে দিতে। সেই কথাই সত্যি হল। আমরা চাই দুটি ছবিই নিজের নিজের জায়গা পাক। সেই জায়গা থেকেই বহুরূপীই থাকল। আমার বস-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।'
প্রযোজনা সংস্থার তরফ থেকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে মার্চ বা এপ্রিলে মুক্তি পাওয়ার কথা 'আমার বস'। তবে এখনও এই ছবির মুক্তির দিন চূড়ান্তভাবে ধার্য হয়নি। এই ছবি যেহেতু প্রেক্ষাগৃহে এখনও চলছে, সেই কারণেই এখনও পর্যন্ত এই ছবি কবে টেলিভিশন বা ওটিটিতে দেখা যাবে সেই সিদ্ধান্তও চূড়়ান্ত হয়নি।
আরও পড়ুন: Allu Arjun: ফের বিপাকে অল্লু অর্জুন? এবার তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ প্রশাসন!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।