কলকাতা: এই প্রথম। এর আগে একাধিক ছবি অবশ্য দেখানো হয়েছে রাজ্যসভা বা লোকসভায়। তবে এই প্রথম, বাঙালি কোনও পরিচালকের ছবি দেখানো হল রাজ্যসভায়। পার্লামেন্টের লাইব্রেরী বিল্ডিংয়ে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রথম হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry) দেখানো হবে দিল্লিতে, রাজ্যসভায়। এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবিটি চলে এসেছে ওয়েব প্ল্যাটফর্মেও। নেটফ্লিক্সে (Netflix) দেখা যাচ্ছে এই ছবিটি। কেবলমাত্র শিবপ্রসাদ বা নন্দিতার ছবিই নয়, এই ছবির হাত ধরে, প্রথমবার হিন্দি ছবিতে পা রেখেছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-ও। 


এই ছবির গুরুত্বপূর্ণ ও মুখ্য ভূমিকায় রয়েছেন, পরেশ রাওয়াল (Paresh Rawal), নীনা কুলকার্ণি (Neena Kulkarni), মনোজ জোশী (Manoj Joshi), শিব পণ্ডিত (Shiv Pandit), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), কবীর পাওয়া (Kabir Pawa) ও অন্যান্যরা। মার্চ মাসের ২৩ তারিখ, বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যসভায় দেখানো হবে এই ছবি। অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যভূমিকায় অভিনয় করা শিল্পী পরেশ রাওয়াল। 


এই ছবির রাজ্যসভায় স্ক্রিনিং নিয়ে পরেশ রাওয়াল, পরিচালক শিবপ্রসাদকে বলেছিলে, 'এত সুন্দর, গভীর একটা ছবিতে যে আপনি আমায় কাজ করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করি, পরিচালক হিসেবে তোমার সফর আরও দীর্ঘ হোক, উজ্জ্বল হোক। আমি যদি এই ছবিতে অভিনয় না করতাম, আমার কেরিয়ার বোধহয় অসম্পূর্ণই থেকে যেত। কী নরম, সুন্দর, বার্তবহ অথচ একটা দৃঢ় ছবি আপনি তৈরি করেছেন। এমন একটা বিষয়বস্তু যে ছবিতে আপনি তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ভালবাসা আর শ্রদ্ধা। '


এই ছবিটির রাজ্যসভায় স্ক্রিনিং নিয়ে শিবপ্রসাদ বলছেন, 'আমার বন্ধু দেবাশীষ সাহা দিল্লিতে থাকেন। ওঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, এই ছবিটি পার্লামেন্টে দেখানো হবে। আমাদের প্রথম হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' যে এতটা ভালবাসা পেল, তার জন্য আমরা ধন্য। মনে আছে, একবার মুম্বইতে আমার চিত্রপরিচালক Majid Majidi-এর সঙ্গে আলাপ হয়। উনি বলেছিলেন, সিনেমা আসলে নদীর মতো। অজান্তেই বয়ে চলে। ছবি নিজেই তার দর্শক খুঁজে নেয়। এই ছবির ক্ষেত্রে যেন হাতনাতে তারই প্রমাণ পাচ্ছি। নেটফ্লিক্সেও এই ছবি প্রচুর দর্শক দেখেছেন।'


আরও পড়ুন: Parambrata-Piya: ছুটির দিনে পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় পিয়া-পরমব্রত, সঙ্গে পরিবারও


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।