কলকাতা: করোনা কাঁটা সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সিনেমা। প্রেক্ষাগৃহ খোলার পর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। টলিউড থেকে বলিউড, ইতিমধ্যেই হলে মুক্তি পেয়েছে একাধিক ছবি। দর্শকদের হলমুখী করেছে টলিউডের 'গোলন্দাজ'-এর মতো ছবি। শ্যুটিং চলছে একাধিক নতুন ছবির। আর এবার, নিজের একগুচ্ছ ছবির মুক্তির কথা ঘোষণা করলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 


আজ ট্যুইটারে ৪টি ছবির পোস্টার শেয়ার করেন শিবপ্রসাদ। এর মধ্যে রয়েছে যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায় অভিনীত 'বাবা ও বেবি'। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত 'বেলাশুরু'। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি 'লক্ষ্মীছেলে'। এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে পরিচালক পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। অপরাজিতা আঢ্য ও অন্যান্যদের অভিনীত 'হামি ২'। 


বিয়ের পর পূজা-কুণালের প্রথম ছবি, প্রকাশ করলেন না বিয়ের সাজ


 ২০২২ সালে সারা বছর জুড়ে মুক্তি পাবে এই চার ছবি। একঝলকে দেখে নিন ছবির গল্প ও মুক্তির তারিখ। 


'বাবা ও বেবি' ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। 


বেলাশুরু: ২০ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবি। মৃত্যুর পর এই ছবির হাত ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তকে নতুন করে পর্দায় ফিরে পাবেন দর্শক।


লক্ষ্মীছেলে: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ১৭ জুন। এই ছবিতে অভিনয় করেছেন কৌশিকের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। প্রত্যন্ত গ্রামে এক সদ্যোজাত শিশুকে  ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির গল্প। 


হামি ২: স্কুলের বন্ধুত্ব ও সম্পর্কের গল্প নিয়ে ২০১৮ সালে তৈরি হয়েছিল ‘হামি’। অন্য ধারার এই ছবি মন জয় করেছিল দর্শকদের। সেই সাফল্যকে মাথায় রেখেই দ্বিতীয় দফার ভাবনা পরিচালক জুটির। তবে এখনও শ্যুটিং শুরু হয়নি এই ছবির। ছবির কাস্ট এখনও পর্যন্ত জানা না গেলেও, সূত্রের খবর ছবিতে থাকছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।