কলকাতা: খুব তাড়াতাড়ি নতুন সিজন নিয়ে ফিরছে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' (India’s Got Talent)। এই শো-এর অন্যতম বিশেষত্ব হল, কেবল নাচ বা গান নয়, বিভিন্ন ধরণের প্রতিভাদের এই একই মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। খুব তাড়াতাড়ি আসছে এই শো-এর নতুন সিজন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শো-এর অডিশন। তবে এবার বিচারকদের আসনে বড় পরিবর্তন আসতে চলেছে। এই শো-এর বিচারকের আসনে মানুষ শিল্পা শেট্টি (Shilpa Shetty), কিরণ খের (Kiran Kher)-কে দেখেই অভ্যস্থ। তবে এবার আসতে চলেছে বড় বদল। শুধু তাই নয়, এই বছর বদল আসতে চলেছে সঞ্চালনাতেও। এই বছর 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এ দেখা যাবে নতুন সঞ্চালককেও। কী কী বদল আসতে চলেছে বিচারকের আসনে? কেই বা করবেন সঞ্চালনা? এক ঝলকে দেখে নেওয়া যাক বদলগুলি...

 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর আগামী সিজনের বিচারক ও সঞ্চালক বদল

  • 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর আগের সিজনে কিরণ খের, বাদশা এবং শিল্পা শেঠিকে বিচারক হিসেবে দেখা গিয়েছিল।
  • কিন্তু এবার, আগামী সিজনে নভজ্যোত সিং সিধু, নেহা কক্কর এবং অনুরাগ কাশ্যপ শোয়ের বিচারক হতে চলেছেন।
  • এইবার শোয়ের সঞ্চালকেরও পরিবর্তন হয়েছে। আগের সিজনটি অর্জুন বিজলানি সঞ্চালনা করেছিলেন।
  • অন্যদিকে, এখন 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর নতুন সিজনের সঞ্চালনা করবেন হর্ষ লিম্বাচিয়া।

 

এক ঝলকে দেখে নেওয়া যাক, শুরু থেকে 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর বিচারক ও সঞ্চালকের আসনে কারা কারা ছিলেন এবং সেখানে কী কী বদল এসেছে?

 

সিজন বছর বিচারক সঞ্চালক
২০০৯ কিরণ খের, শেখর কাপুর, সোনালী বেন্দ্রে নিখিল চিনাপা, আয়ুষ্মান খুরানা
২০১০ কিরণ খের, সাজিদ খান, সোনালী বেন্দ্রে নিখিল চিনাপা, আয়ুষ্মান খুরানা
২০১১ কিরণ খের, সোনালী বেন্দ্রে, ধর্মেন্দ্র মিয়াং চাং, গৌতম রোডে
২০১২ কিরণ খের, করণ জোহর, মালাইকা আরোরা (অডিশন) / ফারা খান (ফিনালে) मनीष पॉल, সাইরাস সাহুকার
২০১৪ কিরণ খের, করণ জোহর, মালাইকা আরোরা মন্ত্রা (অডিশন), ভারতী সিং, ভিজে অ্যান্ডি (ফিনালে)
২০১৫ কিরণ খের, করণ জোহর, মালাইকা আরোরা নকুল মেহতা, ভারতী সিং, সিদ্ধার্থ শুক্লা
২০১৬ কিরণ খের, করণ জোহর, মালাইকা আরোরা সিদ্ধার্থ শুক্লা, ভারতী সিং
২০১৮ কিরণ খের, করণ জোহর, মালাইকা আরোরা ভারতী সিং, ঋত্বিক ধঞ্জানি
২০২২ কিরণ খের, শিল্পা শেঠি কুন্দ্রা, বাদশা, মনোজ মুন্তাশির অর্জুন বিজলানি
১০ ২০২৩ কিরণ খের, শিল্পা শেঠি, বাদশা (অতিথি: অনুপম খের, ফারা খান) অর্জুন বিজলানি

১০ সিজনের পরে বিচারকের আসন ছাড়লেন কিরণ খের 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট'-এর প্রথম সিজন থেকে জনপ্রিয় অভিনেত্রী কিরণ খেরকে বিচারক হিসেবে দেখা যাচ্ছিল। কিন্তু আগামী সিজনে কিরণকে দেখা যাবে না। এর কারণ হতে পারে তাঁর শারীরিক অসুস্থতা। উল্লেখ্য, অনুপম খেরের ছবি 'তন্ভি- দ্য গ্রেট'-এর স্ক্রিনিংয়ের সময় কিরণকে বেশ অসুস্থই দেখা গিয়েছিল।