Shilpa Shetty Yoga Video: 'নিজের জীবন যুদ্ধে সৈনিক হয়ে ওঠো', কঠিন সময় কাটাতে দাওয়াই শিল্পার

'নিজেই নিজের জীবনের যোদ্ধা হয়ে ওঠো। শক্ত হও, যাতে তোমার জীবনের ভালো কিছু আসে।' সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তার শিল্পা শেট্টির।

Continues below advertisement

মুম্বই: 'নিজেই নিজের জীবনের যোদ্ধা হয়ে ওঠো। শক্ত হও, যাতে তোমার জীবনের ভালো কিছু আসে।' সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তার শিল্পা শেট্টির। স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী ও তাঁর পরিবার। নিজের বাড়ির বাগানে যোগা-র ভিডিও শেয়ার ফিটনেস ফ্রিক শিল্পা।

Continues below advertisement

নাচের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান 'সুপার ড্যান্সার চ্যাপ্টার ৪'-এর বিচারকের ভূমিকা পালন করছেন শিল্পা। পর্ণগ্রাফি শ্যুটিং করার অভিযোগে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর ফ্লোর ছেড়েছিলেন তিনি। বাতিল করে দিয়েছিলেন সমস্ত শ্যুটিং। তার জায়গায় সেসময় বিচারকের দায়িত্ব পালন করেছিলেন করিশ্মা কপূর। কিন্তু রাজ কুন্দ্রার অন্তবর্তীকালীন জামিনের পর ফের কাজ শুরু করেছেন শিল্পা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং-এর প্রথম দিনের সাজের ঝলক আপলোড করেছেন তিনি। একসময় নিয়মিতভাবে রোজকার শ্যুটিং-এর ফটোশ্যুট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওযা স্বভাব ছিল তাঁর।

আজ নিজের যোগার ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গের লম্বা নোটে জুড়ে দিয়েছেন যোগা করার সুফলও। তিনি লিখেছেন, ' জীবনের ভালো এবং খারাপ সমস্ত সময়েই আমি যোগার সাহায্য নিই। এটাই আমাকে ভালো থাকতে, লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে।' 

গত রবিবার, নিজের নতুন ছবি আপলোড করে শিল্পা লেখেন, 'এমন কোনও শক্তি নেই যা একজন নারীকে আটকাতে পারে, যে উঠে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর'। সোশ্যাল মিডিয়ায় স্বমহিমায় ফিরেও কী ফেলে আসা কঠিন সময়ের ছাপ পড়ল শিল্পার লেখায়? কঠিন সময় কাটিয়ে তিনি যে উঠে দাঁড়িয়েছেন, এ লেখা কী তারই ইঙ্গিত? সে বিষয়ে অবশ্য স্পষ্ট উত্তর পাওয়া গেল না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লিখেছিলেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।

'

 

Continues below advertisement
Sponsored Links by Taboola