মুম্বই: নাম তাঁর শাহরুখ খান (Shahrukh Khan)। রুপোলি পর্দায় ফিরতে চলেছেন দীর্ঘ পাঁচ বছর পর। আগামী বছরের একেবারে শুরুতে মুক্তি পাবে তাঁর কামব্যাক ছবি 'পাঠান' (Pathan)। জোরকদমে চলছে তার শ্যুটিং। আর শাহরুখ খানের নতুন ছবি ঘিরে দর্শক এবং অনুরাগীদের সামান্য উন্মাদনা থাকবে না তা আবার হয় নাকি! তেমনই সম্প্রতি নেট দুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের মেদহীন শার্টলেস ছবি। যা দেখে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেট নাগরিকরা। ছবি দেখার পর থেকে নেট দুনিয়া ছেয়ে গিয়েছে ''কিং খান ইজ ব্যাক'' কমেন্টে।
সম্প্রতি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের শ্যুটিংয়ের একটি ছবি। যেখানে তাঁকে শার্টলেস অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। নজর কাড়ছে অভিনেতার এইট প্যাক অ্যাবস। দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরতে চলা শাহরুখ খানের মেদহীন ফিজিক দেখে মুগ্ধ অনুরাগীরা।
আরও পড়ুন - Aamir Khan Birthday: প্রাক্তন স্ত্রী কিরণের কাছ থেকে জন্মদিনে কী উপহার পেলেন আমির খান?
গত বছরের শেষ থেকে শুরু হয়েছিল শাহরুখ খানের 'পাঠান' ছবির শ্যুটিং। কিন্তু শ্যুটিং শুরু হতেই আচমকা ছন্দপতন হয়। মাদককাণ্ডে আটক হন কিং খানের ছেলে আরিয়ান খান। দীর্ঘ আইনি জটিলতার পর জামিন পান তিনি। আর গোটা সময়টাই ছেলের আইনি জটিলতা সামলাতে ছবির কাজ বন্ধ রাখেন অভিনেতা। গত বছরের একেবারে শেষ থেকে ফের ছবির কাজ শুরু করেন। কিছুদিন আগেই 'পাঠান' ছবির নানা দৃশ্যের শ্যুটিংয়ের জন্য শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম উড়ে গিয়েছেন স্পেনে। স্থির হয়েছিল, সেখানেই হবে এই ছবির নানা গানের শ্যুটিং। আপাতত সেখানেই ব্যস্ত তিনি।
প্রসঙ্গত, 'পাঠান' ছাড়াও শাহরুখ খানের হাতে রয়েছে বেশ কিছু ছবি। এছাড়াও তাঁকে দেখা যাবে সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে একটি ক্যামিও চরিত্রে।