বডি-শেমিং করে ট্রোলের জবাব কড়া ভাষায় দিয়েছেন আলান্না। কঠোর ভাষায় লেখা ওই পোস্ট তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। আলান্না জানিয়েছেন, এক মহিলা মন্তব্য করেছিলেন যে, বিকিনি পরা ছবির জন্য তাঁকে গণধর্ষণ করা উচিত। আলান্না জানিয়েছেন, ওই মহিলা ওই মন্তব্য করে তাঁর বাবা-মাকেও ট্যাগ করেছিলেন, যাতে তাঁরা তা দেখতে পান।
এই পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করার পর অনুরাগীরা তো বটেই, লারা দত্ত সহ জনপ্রিয় সেলিব্রিটিরা আলান্নার পাশে দাঁড়িয়েছেন।
অনন্যাও পোস্টে মন্তব্য করে বোনের মনোবল বাড়িয়েছেন।
বিপাশা বসুও এই ট্রোলের নিন্দা করে লিখেছেন, এটা তোমার জীবন..তোমার পছন্দ। কে কী করবে, তা ঠিক করার হক বিশ্বে কারুর নেই। যোগাযোগ স্থাপন ও মানব জগতকে যুক্ত করার জন্য যে সোশ্যাল মিডিয়া, তা ব্যবহার করে কারুর কারুর এ ধরনের আচরণ খুবই দুর্ভাগ্যজনক..।
একইসঙ্গে এই সব মন্তব্যকে পাত্তা না দেওয়ার পরামর্শ বিপাশা দিয়েছেন আলান্নাকে।