রোজ ইরফানকে মনে পড়ে, ওর ছবি চোখের সামনে ভেসে ওঠে, বললেন সুজিত

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'গুলাবো সিতাবো'। শুরু হয়েছে 'সর্দার উধোম সিং'-এর শ্যুটিংও। এবার নিজের নতুন ছবিতে নায়কের চরিত্রে নিজের পছন্দ নিয়ে মুখ খুললেন পরিচালক সুজিত সরকার।

Continues below advertisement
  মুম্বইসম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'গুলাবো সিতাবো'। শুরু হয়েছে 'সর্দার উধম সিং'-এর শ্যুটিংও। সম্প্রতি নিজের নতুন ছবিতে নায়কের চরিত্রে নিজের পছন্দ নিয়ে মুখ খুললেন পরিচালক সুজিত সরকার। আগামী ছবি  'সর্দার উধম সিং'-এ নাম ভূমিকায় অভিনয় করছেন ভিকি কৌশল। কিন্তু ভিকি নয়সুজিত চেয়েছিলেন উধমের চরিত্রে অভিনয় করুন প্রয়াত ইরফান খান। এমনকি ইরফানকে কাস্ট করবেন বলে নাকি এক মাস অপেক্ষাও করেছিলেন তিনি। কিন্তু ইরফানের দুরারোগ্য ব্যাধি তাঁকে আর ফিরে আসতে দেয়নি 'সর্দার উধম সিং'-এর ফ্লোরে। এক সাক্ষাৎকারে সুজিত বলেন, 'আমার রোজ ইরফানের কথা মনে হয়। ওর ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমরা ওর ২ বছরের চিকিৎসা চলাকালীন আরও কাছাকাছি এসেছিলাম।সুজিত বলেন, 'সর্দার উধম সিং-ছবির মধ্যে দিয়ে ইরফানের প্রতি সম্মান জানানো হবে।'
কেবল ইরফান নয়, তাঁর পরিবারের সঙ্গেও ভালো সম্পর্ক সুজিতের। গত ১০ বছর ধরে ইরফান, তাঁর স্ত্রী সুতপা ও ছেলে বাবিলের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁর। সাক্ষাৎকারে তাঁর কথায় উঠে আসে ইরফানের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন ছেলে বাবিল। ২৯ মে ইরফানের মৃত্যুর খবর ট্যুইটারে প্রথম দিয়েছিলেন সুজিতই।
Continues below advertisement
Sponsored Links by Taboola