মুম্বই: শ্যুটিং শুরু হল পরিচালক জোয়া আখতারের (Zoya Akhtar) নতুন ছবি 'দ্য আর্চিস'-এর (The Archies)। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখবেন শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান (Suhana Khan), অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা (Agastya Nanda) এবং বনি কপূর ও শ্রীদেবীর মেয়ে খুশি কপূর (Khushi Kapoor)। 


'দ্য আর্চিস' ছবির শ্য়ুটিং শুরু


সোমবার, ছবির সহ প্রযোজক রিমা কাগতি (Reema Kagti) ইনস্টাগ্রামে শ্যুটিং শুরুর কথা ঘোষণা করেন। ক্ল্যাপবোর্ডের একটি ছবি পোস্ট করে প্রথম শটের কথা লেখেন। সেই পোস্টই রিশেয়ার করেন ফারহান আখতার। একই সঙ্গে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 


 






প্রসঙ্গত ছবির কাস্ট এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে। কয়েক সপ্তাহ আগে সুহানা, খুশি ও অগস্ত্যার ছবি ভাইরাল হয়। সম্ভবত সেই সময়ে তাঁদের লুক টেস্ট চলছিল।




দেশি 'আর্চিস'


বলিউডে ডেবিউ করতে চলেছেন এই তিন তারকা সন্তান। খবর মিলেছিল আগেই। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জোয়া আখতারের পরিচালনায় তৈরি মিউজিক্যালে দেখা যাবে তাঁদের। সেই সেটের থেকে বেশ কিছু ছবি কিছুদিন আগেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।


আরও পড়ুন: Ranbir Alia Wedding: রণবীর-আলিয়া বিয়ের নানা অদেখা ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতার জামাইবাবু


ছবি দেখে তাঁদের চরিত্র সম্পর্কে আন্দাজ করতে বিশেষ অসুবিধে হচ্ছে না। খুশি কপূরের লুক দেখে মনে করা হচ্ছে তাঁকে 'আর্চি কমিক্স'-এর বেট্টির চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মনে করা হচ্ছে সুহানাকে দেখা যাবে ভেরোনিকার চরিত্রে। অগস্ত্যার দিদি নভ্যা নন্দাকেও সেটে দেখা যায়। ১৯৬০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি, আগামী ছবিটি একটি লাইভ-অ্যাকশন মিউজিক্যাল সেট হবে। নতুন প্রজন্মের ভারতীয় দর্শকের পরিচয় হবে রিভারডেলের সঙ্গে। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জোয়া আখতারের সংস্থা 'টাইগার বেবি ফিল্মস', সঙ্গে 'গ্রাফিক ইন্ডিয়া'।