কলকাতা: বেশ কয়েকমাস ধরেই নেটিজেনদের চর্চায় উঠে এসেছে শোভন-সোহিনীর সম্পর্কের খতিয়ান। তবে আগে নিজেদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁরা। কিন্তু তারপরেও বন্ধুত্বের সূত্রে কখন যে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন দুজনে, সে খবর পেয়েছিলেন নেটিজেনরা। কয়েকমাস আগেই নিজের সমাজমাধ্যমে শোভনের ছবি পোস্ট করেন সোহিনী (Shovan-Sohini) আর তারপরেই অনুরাগী-নেটিজেনদের চর্চায় শোভন-সোহিনীর প্রেমের কাহিনি জমে ওঠে। তবে এবার এই প্রেমের সম্পর্ককে ঘিরে আরও একবার ট্রোলড হলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।


শোভন-সোহিনীর সম্পর্ক


এখনও তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। আনুষ্ঠানিকভাবেই শোভন সোহিনী যে সম্পর্কে আছেন তা দুজনে সেভাবে জানাননি এখনও। জানা গিয়েছে এই বছরের শেষ দিকেই সম্ভবত গাঁটছড়া বাঁধতে চলেছেন শোভন-সোহিনী। সম্প্রতি ইনস্টাগ্রামে দুজনের একত্রে একটি ছবি শেয়ার করেছেন শোভন (Shovan-Sohini) যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দুজনে একসঙ্গে বসে আছেন। বোঝাই যায় একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছেন তাঁরা।



শোভনের পোস্টকে ঘিরে বিতর্ক


ছবিটিতে দেখা যায় সোহিনীর গায়ে কালো চাদর জড়ানো, পরনে হলুদ প্যান্ট আর হাতভর্তি চুড়ি। অন্যদিকে সোহিনীর পিছনেই বসে থাকা শোভনের গায়ে নীল রঙের পুল ওভার জ্যাকেট, হাতে একটি পানীয়ের গ্লাস। ছবির ক্যাপশনে সেভাবে কিছুই লেখেননি তিনি, শুধু তিনটে ইমোজি দিয়েই দায় সেরেছেন। তবে এই পোস্টকে ঘিরে ট্রোলিংয়ের বন্যা। এর আগে শোভন (Shovan-Sohini) অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন, তারপর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গেও সম্পর্কে জড়ান শোভন গঙ্গোপাধ্যায়। আর এই বারবার সম্পর্ক বদল নিয়েই কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।


কী লিখলেন নেটিজেনরা


জনৈক নেটিজেন এই পোস্টের নিচে এসে লিখে যান, 'ভাই শোভন তুমি শেষ চার বছরে কত জনের সঙ্গে প্রেম করলে? আশা করি আগামী কয়েক বছরের মধ্যে হাফ সেঞ্চুরি করেই ফেলবে।’ আরেকজন একই পোস্টের নিচে মন্তব্য করে বসেন, ‘জঙ্গলে ভদকা… দারুণ! দারুণ!' বোঝাই যায়, শোভনের হাতে ধরা পানীয়ের গ্লাসকে তিনি ভদকা ভেবে নিয়েছেন। অন্য আরেকজন লেখেন যে দুজনেই উচ্ছৃঙ্খল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sabyasachi Mukherjee: আলিয়ার সাজের নেপথ্যে যে বাঙালি ছেলে, সেই সব্যসাচীই খোদ আজ ইতিহাস তৈরি করলেন!