কলকাতা: টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বলে মনে করা হয় তাঁদের। প্রেম থেকে শুরু করে তাঁদের বিয়ে, সবটাই ছিল চর্চায়। আর এখন, তাঁরা চুটিয়ে সংসার করছেন। আজ নায়িকার জন্মদিন। আর তাঁর জন্মদিনে, স্ত্রীকে খোলা চিঠি লিখলেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। আজ, সোহিনী সরকারের (Sohini Sarkar) জন্মদিন। শেয়ার করে নিলেন, স্ত্রী সোহিনীর সঙ্গে একগুচ্ছ ছবি। আর তার সঙ্গে লিখলেন, মনের কথা, ভালবাসার কথা।
সোহিনীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শোভন। সঙ্গে লিখেছেন, 'তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে! আজ আমার রাজকন্যার জম্মদিন।' সঙ্গে শেয়ার করে নিয়েছেন সোহিনীর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি। কখনও তিনি ঘুরতে গিয়েছেন সোহিনীর সঙ্গে, কখনও আবার ঘরোয়া পুজোয় বা অনুষ্ঠানে ২ জনের একসঙ্গে ছবি। সোশ্যাল মিডিয়ায় সোহিনীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
কাজের ক্ষেত্রে বলতে গেলে, আসছে সোহিনীর নতুন ওয়েব সিরিজ, 'কার্মা কোর্মা'। নতুন এই ওয়েব সিরিজের পরিচালক প্রীতম ডি গুপ্ত। মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার ও ঋত্বিক চক্রবর্তীকে। একটা কুকিং ওয়ার্কশপে দেখা হয় ২ নারীর। বন্ধুত্ব হয়। তাদের মধ্যে একজন ভীষণ সোশ্যালাইট, অপরজন একজন গৃহবধূ। দুই মহিলার বন্ধুত্ব মোড় নেয় অন্ধকারের দিকে। কী ভবিষ্যৎ এই বন্ধুত্বের? সেই গল্পই বলবে এই ওয়েব সিরিজ।
পাশাপাশি, সদ্য ঘোষণা হয়েছে সোহিনীর নতুন সিনেমার। জীবনের দুই প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই পুরুষ ঘটনাচক্রে এসে দাঁড়ায় এক ছাদের তলায়। ঘোষণা হয়েছে নন্দী মুভিজ় (Nandi Movies) -এর নতুন সিনেমা, 'ফেরা'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। ছবির নাম, 'ফেরা'। পাশাপাশি, এই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র (Sanjay mishra)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এর আগেও, ঋত্বিক আর সোহিনীকে জুটি হিসেবে দেখা গিয়েছে।