কলকাতা: বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন শ্রদ্ধা কপূর! বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ের যে আবাসনে থাকতেন শ্রদ্ধা, সেখানে কি তিনি আর ফিরবেন না? কী কারণে আলাদা বাড়ি ভাড়া করতে হল শ্রদ্ধাকে? বলিউডের অন্দরমহলে এই প্রশ্ন ঘিরেই এখন
জল্পনা প্রবল। জুহুতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। আর ভাড়া বাবদ এখন তাঁকে প্রতি মাসে ৬ লক্ষ টাকা গুনতে হবে। ৩৯২৮ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটি ভাড়া নিতে শ্রদ্ধাকে অগ্রিম ৭২ লক্ষ টাকা দিতে হয়েছে বলে খবর
সূত্রের। স্ট্যাম্প ডিউটি বাবদ লেগেছে ৩৫ হাজার টাকা। এছাড়াও দিতে হয়েছে ১ লাখ টাকা রেজিস্ট্রেশন ফি। অ্যাপার্টমেন্টটির সঙ্গে ৪টি গ্যারাজও নিয়েছেন শ্রদ্ধা।


শেষবার শ্রদ্ধাকে দেখা গিয়েছিল হরর কমেডি ঘরানার- ছবি 'স্ত্রী ২'-তে। ছবিটি বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছিল। আর সেই সাফল্যের পরেই নতুন বাড়ি নিলেন শ্রদ্ধা। এতদিন বাবা শক্তি কপূর আর মা শিবাঙ্গি কোলাপুরির সঙ্গেই থাকতেন তিনি। তবে এবার নতুন ঠিকানায় থাকবেন শ্রদ্ধা। তবে কেন তাঁকে হঠাৎ এই নতুন বিলাসবহুল বাড়ি ভাড়া নিতে হল, সেই কথা অজানা। মনে করা হচ্ছে, নিজের শখপূরণ করতেই নতুন বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। অন্যদিকে সদ্য একটি পোষ্যও কিনেছেন শ্রদ্ধা। একটি কুকুর। আকারের সঙ্গে মিলিয়ে পোষ্যের নাম রেখেছেন স্মল। সোশ্যাল মিডিয়ায় স্মলের ছবি দিয়ে সবার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন শ্রদ্ধা। 


স্ত্রী ২ মুক্তি পাওয়ার পর দারুণ রেকর্ড গড়েছে। এই প্রথম কোনও হিন্দি ছবি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ৪২ দিন একটানা চলার পর এই ছবি মোট ৬০৭.০৭ কোটি টাকার ব্যবসা করেছে দেশে আর বিশ্বজুড়ে এই ছবির উপার্জন হয়েছে ৮৫১.০৩ কোটি টাকা। শাহরুখ খানের 'জওয়ান', সানি দেওলের 'গদর ২' এর আগে সবথেকে বেশি উপার্জনকারী হিন্দি ছবির খ্যাতি পেয়েছিল। কিন্তু 'স্ত্রী ২' সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছে। মূলত সিঙ্গল স্ক্রিন থিয়েটারে অনেক কম পয়সার টিকিট রেখেও এত বিপুল আয়ের মাধ্যমে এই রেকর্ড সকলকে অবাক করেছে।


ছবি মুক্তির পর এক সাক্ষাৎকারে অভিনেতা রাজকুমার রাও জানিয়েছিলেন যে এই ছবিকে ঘিরে তাদের মনে একটা বিপুল আশা ছিলই, কিন্তু দর্শকদের থেকে এত ব্যবসা আসবে, এই অঙ্কটা আশাতীত ছিল। ছবিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কপূরের পাশাপাশি নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরাও। দীনেশ বিজয়নের 'হরর কমেডি ইউনিভার্স'-এর অংশ 'স্ত্রী ২'। ২০১৮ সালে 'স্ত্রী'র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী ছবিগুলি হল 'রুহি', 'ভেড়িয়া' ও 'মুঞ্জ্যা'। সেই ইউনিভার্সের নবতম সংযোজন 'স্ত্রী ২'।     


আরও পড়ুন: Amitabh-Rekha: 'কৌন বনেগা ক্রোড়পতি'- র হটসিটে অমিতাভ, টিভির সামনে থেকে নাকি সরতে পারেন না রেখা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।