কলকাতা: প্রকাশ্যে রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) পরিচালিত ছবি 'ধর্মযুদ্ধ'-এর (Dharmajuddha) নতুন গান 'তুমি যদি চাও' (Tumi Jodi Chao)। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠে মন ছোঁয়া সুরে প্রকাশ্যে এই গান। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Das Gupta)। 


শ্রেয়ার কণ্ঠে 'তুমি যদি চাও'


প্রকাশ্যে এল রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ' ছবির নতুন গান 'তুমি যদি চাও'। শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানের ভিডিও পোস্ট করে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, 'সুরে গল্পে ফিরে দেখা, শ্রেয়া ঘোষালের কণ্ঠে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে মন ছুঁয়ে যাওয়া গান "তুমি যদি চাও"! #Dharmajuddha শুভমুক্তি ১১ই আগস্ট, ২০২২।' (অপরিবর্তিত)


ভিডিওয় শ্রেয়াকে বলতে শোনা যায়, 'এটি খুবই মিষ্টি একটা গান। ইন্দ্রদীপ দা সবসময়েই এরকম দুর্দান্ত সুন্দর সুর নিয়ে আসেন। এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি আনন্দিত।'


অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কথায়, "তোমাকে"র বিশাল সাফল্যের পর আবারও আমাদের ছবিতে আমার গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। ওঁর ম্যাজিকাল কণ্ঠ দিয়ে গেয়েছেন "তুমি যদি চাও"। দারুণ রিয়েলিস্টিকভাবে শ্যুট করা হয়েছে গানটা। রাজ চক্রবর্তীই কোরিওগ্রাফার। দারুণ লেগেছে। আমি নিশ্চিত তোমাদেরও ভাল লাগবে।'


 






পরিচালক রাজ চক্রবর্তীর কথায়, 'আমি নিশ্চিত সকলের খুব ভাল লাগবে। ইন্দ্রদীপ দার সুরে, ঋতমের লেখা। খুব সুন্দর একটা দৃশ্যায়ন হয়েছে গানটির। এই গানের মাধ্য়মে খুব সুন্দর একটা গল্প বলা হয়েছে।'


আরও পড়ুন: 'Paka Dekha' Release Date: পর্দায় 'পাকা দেখা' সারতে চলেছেন সোহম-সুস্মিতা, ঘোষণা হল মুক্তির তারিখ


সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, 'এই গানটি তৈরির সময়েই মনে হয়েছিল এটা শ্রেয়ার জন্য়। গানটা যখন ও গাইল তখন আরও বেশি করে বুঝলাম যে কেন শ্রেয়া শ্রেয়াই। আর রাজ চক্রবর্তীর সিনেমার গান মানেই তো সুপারহিট।'


গানের ছত্রে ছত্রে শুভশ্রী ও সপ্তর্ষি মৌলিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার গল্প বলা হয়েছে। তাঁদের বিয়ে, ভালবাসার গল্পের আভাস পাবেন দর্শক।