কলকাতা: অরিজিৎ সিংহের (Arijit Singh)-এর পরে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। কাশ্মীরের পহেলগাঁওতে হামলার প্রতিবাদে এবার গানের কনসার্ট বাতিল করলেন শ্রেয়া। 'অল টাইম ট্যুর'-এ সুরাতে সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল গায়িকা শ্রেয়া ঘোষালের। পহেলগাঁওয়ে হামলার পর অনুষ্ঠানের আয়োজকরা ইনস্টাগ্রামে পোস্ট করে জানান এই কথা। আয়োজক ও গায়িকা শ্রেয়া ঘোষাল একসঙ্গে অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেন, পোস্টে উল্লেখ করা ছিল। এর আগে, পহেলগাঁও হামলার ঘটনা ছড়িয়ে পড়ার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রেয়া। জানিয়েছিলেন তাঁর রাগ, ক্ষোভ ও দুঃখের কথা। বার্তা দিয়েছিলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে থাকার। আর এবার, নিজের শো বাতিল করে দিলেন শ্রেয়া।
আজ, ২৭ এপ্রিল তাঁর একটি কনসার্ট ছিল চেন্নাই শহরে। আর অরিজিৎ সিংহের কনসার্ট মানেই তো উত্তেজনা, নতুন গান আর উচ্ছ্বাস। তবে এই সমস্ত কিছু উৎসব উদযাপনের যেন এখন মেজাজ নেই কোনও ভারতীয়রই। বাদ যাননি অরিজিৎ-ও। ২৬ জনের মৃত্যুতে শোকস্তদ্ধ তিনি। সেই কারণেই চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ। আগামী ২৭ তারিখ যে কনসার্ট হওয়ার কথা ছিল চেন্নাইতে, তা হবে না। এই কনসার্ট বাতিল করে দিয়েছেন অরিজিৎ। যে সমস্ত দর্শক এই কনসার্টের জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ফেরত পাঠিয়ে দেওয়া হবে সমস্ত টাকা। কোনওরকম টাকা কাটা হবে না। তবে শুধু অরিজিৎ নন, যে আয়োজক সংস্থা ছিলেন, তাঁরাও যৌথভাবে এই অনুষ্ঠান বাতিল করেছেন। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার চেন্নাইতে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।’
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ধরে ধরে খুন করে জঙ্গিরা। সেই জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সংযোগ ধরা পড়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার শাখা সংগঠন The Resistance Front ভারতে হামলা চালিয়েছে। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে বুধবারই পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। পাকিস্তানিদের ভারতের ভিসা দেওয়া বন্ধের পাশাপাশি, কূটনৈতিক সম্পর্ক ছিন্নর কথাও জানিয়েছে নরেন্দ্র মোদি সরকার। (Fawad Khan)। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ফাওয়াদ অভিনীত ছবি 'আবির গুলাল' নিয়ে আপত্তি শোনা যাচ্ছিল। পাকিস্তানি অভিনেতার ছবিকে ভারতে ব্যবসা করতে দেওয়া যাবে না বলে দাবি উঠছিল। শেষ পর্যন্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ছবির মুক্তিতে অনুমতি দিচ্ছে না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আগামী ৯ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজক বিবেক বি আগরওয়াল, পরিচালত আরতী এস বাগড়ি।