মুম্বই: কৃষ্ণের সাজে খুদে দিব্যান। জন্মাষ্টমীতে ছেলেকে কৃষ্ণ সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল । একরত্তির সেই ছবিতে উপচে পড়ল ভালোবাসা, শুভেচ্ছা ।
এখন মুম্বইবাসী বঙ্গকন্যা । শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার করছেন তিনি, সঙ্গে চুটিয়ে কাজও । আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রেয়া । সেখানে তিনি লিখেছেন, আমার আর লাড্ডু গোপালের তরফ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী ।'
২২ মে দিব্যানের জন্মদিন । ১ বছর পূর্ণ করেছে দিব্যান । সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মদিনে শ্রেয়া লিখেছিলেন, ''আমাদের একরত্তি সন্তান দিব্যান ওরফে নীরবু (ডাকনাম)-র প্রথম জন্মদিন । তুমি আমাদের অভিভাবক হিসেবে জন্ম দিয়েছ এবং জীবন যে কত সুন্দর, কত আনন্দ ও ভালবাসায় ভরা তা দেখিয়েছ । পৃথিবীর সমস্ত ভালবাসা দিয়ে তোমাকে আশীর্বাদ করি এবং তুমি একজন নম্র, সৎ, বিচক্ষণ ও ভাল হৃদয়ের মানুষ হয়ে ওঠো।'
দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন শ্রেয়া। ২০২১ সালের ২২ মে তাঁদের প্রথম সন্তান দিব্যানের জন্ম হয়। দিব্যানের ডাকনাম নিবু। সোশ্যাল মিডিয়ায় ছেলের ৬ মাস বয়সের একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রেয়া। অনুরাগীরও মুগ্ধ হয়েছিলেন।