মুম্বই: মাত্র ৪৭ বছর বয়সে গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা  শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। সেই খবর প্রকাশ্যে আসতেই সকল অনুরাগীই তাঁর আরোগ্য কামনা করেছেন। কয়েকদিন আগেও জানা গিয়েছিল, আগের থেকে অনেক ভাল আছেন  শ্রেয়স। পরিবারের লোককে দেখে হেসেছেনও তিনি। ইন্সটাগ্রামে শ্রেয়সের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিয়েছিলেন স্ত্রী দীপ্তি। এবার চিকিৎসা শেষ করে হাসপাতাল থেকে সম্পূর্ণরূপে ছাড়া পেলেন শ্রেয়স। ২০ ডিসেম্বর বুধবার অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা। শ্রেয়সের স্ত্রী দীপ্তি এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি একত্রিত করে একটি পোস্ট দেন, ছবির সঙ্গেই জুড়ে ছিল তাঁর অন্তরের বার্তাও। দীপ্তি লেখেন, 'আমার প্রাণ, শ্রেয়স, সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে। দুঃসময়ে কাকে বিশ্বাস করব? এ প্রশ্নে আমি সেই সময় জর্জরিত ছিলাম। আজ আমি এর উত্তর পেয়েছি। ঈশ্বর ছাড়া আর কারও উপর বিশ্বাস রাখা যায় না। তাঁরই করুণায় আমি শ্রেয়সকে ফিরে পেয়েছি। সেদিন রাত্রে আমি যখন সাহায্যের জন্য চিৎকার করেছি, দশজন ছুটে এসেছিলেন মধ্যরাতের মুম্বই শহরে। সেই মানুষগুলির কাছে আমি কৃতজ্ঞ। বন্ধু, আত্মীয়-পরিজন, পরিবার এবং হিন্দি-মরাঠি চলচ্চিত্র জগতের সকলকে আমি অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, তাঁরা এক মুহূর্তের জন্য আমাকে একা করে দেননি। বেলভিউ হাসপাতালের সকলকে অশেষ কৃতজ্ঞতা আমার, তাদের জন্যই আজ আমার স্বামী সুস্থভাবে বাড়ি ফিরেছে।' সর্বোপরি শ্রেয়সের সুস্থতা কামনায় যে অনুরাগীরা দিনাতিপাত করেছেন, দীপ্তি তাঁদেরও ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'ঈশ্বরের কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব, তাঁর কৃপাতেই আমি স্বামীকে ফিরে পেয়েছি।'



'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিংয়ের কাজ চলছিল। সেই ছবিরই একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং সেরে বাড়ি ফিরতেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। জানা গিয়েছে, ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তাঁর হৃদযন্ত্র। তবে খুব শীঘ্রই তাঁকে ভর্তি করানো হয় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে সফলভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তাঁর। সমাজমাধ্যমে কিছুদিন আগে শ্রেয়সের স্ত্রী দীপ্তি লেখেন, 'আপনাদের সকলকে স্বস্তির সঙ্গে জানাচ্ছি, আমার স্বামী এখন আগের থেকে অনেক ভালো আছেন। আর কয়েক দিন পরে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতে পারব। চিকিৎসক টিমের কাছে আমি কৃতজ্ঞ।' একইসঙ্গে শুভানুধ্যায়ীদের এই মর্মে ধন্যবাদ দেন তিনি, জানান কৃতজ্ঞতাও।


সূত্রের খবর, গোটা দিন তিনি শ্যুটিং করেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাসমতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে, এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই অসাড় হয়ে যান শ্রেয়স।


বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। বর্তমানে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবিতেই অভিনয় করছেন শ্রেয়স তলপড়ে। ছবিতে তাঁর পাশাপাশি দেখা যাবে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে।


আরও পড়ুন: Animal: বক্স অফিসে ঝড় অব্যাহত, তারই মাঝে 'অ্যানিম্যাল'কে নিয়ে অন্য আরেক খবর