উত্তরপ্রদেশ: আইনি জটিলতায় পড়েছে এই বলিউড অভিনেতা। উত্তরপ্রদেশে তিনি এবং আরও ১৪ জনের নামে চিটফান্ড দুর্নীতির মামলা দায়ের হয়েছে। বড়সড় আর্থিক জালিয়াতির মামলা দায়ের হয়েছে তাঁর নামে। কয়েকশো কোটির চিটফান্ড দুর্নীতির (Chit Fund Scam) সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় দশ বছর ধরে এই চিটফান্ড চালানো হচ্ছিল। 'গোলমাল' ছবিতে অভিনয় সূত্রে খ্যাত অভিনেতা শ্রেয়স তলপড়ের (Shreyas Talpade) বিরুদ্ধেই এই মামলা দায়ের হয়েছে।


সংবাদসূত্র অনুসারে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ যে তিনি লোনি আর্বান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। এই সংস্থা নাকি গ্রামবাসীদের বিনিয়োগের উপরে বিপুল মুনাফা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিত। সংস্থার এজেন্টরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের থেকে অনেক অনেক টাকা সংগ্রহ করেছিল। তাদের প্রতিশ্রুতি (Chit Fund Scam) দেওয়া হয়েছিল যে তাদের বিনিয়োগ খুব অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে।


যখন এই স্কিম নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করে, এজেন্টরা তড়িঘড়ি তাদের অফিস, কার্যক্রম বন্ধ করে দেয় এবং সেই জেলা থেকেই উধাও হয়ে যায়। মাহোবার শ্রীনগর থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এই সংস্থার বিরুদ্ধে। কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।


এটাই প্রথম নয় যে শ্রেয়স তলপড়ের নাম কোনও আর্থিক দুর্নীতির (Chit Fund Scam) সঙ্গে জড়াল। এর আগেও এই বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, তাঁর সঙ্গে বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বিনিয়োগকারীদের থেকে ৯ কোটি টাকা লুট করার অভিযোগে। গোমতীনগর থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। হরিয়ানার সোনিপতে একটি মাল্টি লেভেল মার্কেটিং জালিয়াতির মামলায় তাঁর নাম উঠে এসেছিল এর আগে।


এর পরে পরেই ফের শ্রেয়স তলপড়ের নাম জড়াল আরও বড় আর্থিক জালিয়াতির মামলায়। তবে সাম্প্রতিক এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য রাখেননি অভিনেতা শ্রেয়স তলপড়ে। আইনি জটিলতার মধ্যেও চুটিয়ে আগামী প্রজেক্টের কাজ করে চলেছেন শ্রেয়স। তাঁকে এর পরে দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রবিনা টন্ডন, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল এবং আরও অন্যান্যরা।