কলকাতা: নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) । 'রাঙা বউ' ধারাবাহিকের পরে ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি, ফের নতুন চরিত্র নিয়ে ছোটপর্দায় ফিরছেন শ্রুতি । তবে এক নায়িকা নয়, এই গল্পের নায়িকা ২ জন । ২ বোনের গল্প বলবে এই ধারাবাহিক । শ্রুতির বোনের ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতি (Aratrika Maity)-কে । বয়হুড প্রযোজনা সংস্থার প্রযোজনায়, সুশান্ত দাসের পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক, জোয়ার ভাঁটা । জি বাংলায় আসছে নতুন এই ধারাবাহিক ।
আজই প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো । এই গল্প সমাজের একই পটভূমিকায় থাকা দুই বোনের জীবন দর্শনের পার্থক্যের কথা তুলে ধরে । দিদি নিশা আর বোন উজি , দুজনের বেড়ে ওঠা কষ্টের হলেও নিশা চায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকুক তার কোটি টাকা, তা সে যেমন ভাবেই উপার্জিত হোক । আর উজি চায় সৎপথে শিক্ষিত হয়ে সমাজের একজন হয়ে উঠতে । গরিব বড়লোকের চিরকালীন দ্বন্দ্ব দেখতে দেখতে নিশার শিশু মন ছেলেবেলা থেকেই বড়লোকদের ঘৃণা করতে শিখিয়েছে । কিন্তু তার এই ভাবনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই উজী । দিদির অন্ধকার পৃথিবীতে আলোর সন্ধান দিতে চায় সে । উজি বিশ্বাস করে মেহনতী মানুষের একমাত্র অস্ত্র সততা । দুই বোনের এই নীতিগত পার্থক্য কেমন প্রভাব ফেলবে এই দুই বোনের আগামীতে ? সেই গল্পই তুলে ধরা হবে জি বাংলার পর্দায় ।
ইতিমধ্যেই বড়পর্দায় কাজ করে ফেলেছেন শ্রুতি দাস আর আরাত্রিকা মাইতি, দু জনেই । উইন্ডোজ প্রযোজনা সংস্থার সিনেমা 'আমার বস'-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেছেন শ্রুতি দাস । বড়পর্দায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই ছবি । প্রশংসিত ও হয়েছে শ্রুতির অভিনয় । অন্যদিকে আরাত্রিকা কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে । সেই সিনেমা এখনও মুক্তি পাইনি । দর্শকেরা আরাত্রিকার অভিনয় বড়পর্দায় দেখার অপেক্ষায় । তবে এবার দুই নায়িকা ছোটপর্দায় আসছেন একসঙ্গে ।