মুম্বই: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে যে, বলিউড অভিনেত্রী সারা আলি খানের (Sara Alia Khan) সঙ্গে সম্পর্কে রয়েছেন ক্রিকেটার শুভমন গিল (Shubman Gill)। আগে সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্ক থাকলেও এবার অন্য সারায় মন দিয়েছেন তিনি। নেট দুনিয়া সারা ও শুভমনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। যেখানে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। আর এবার অবশেষে সারা আলি খানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন শুভমন গিল।
সারা আলি খানের সঙ্গে কি সত্যিই সম্পর্কে রয়েছেন? শুভমন গিল যা উত্তর দিলেন...
সম্প্রতি একটি পঞ্জাবী চ্যাট শোয়ে হাজির ছিলেন শুভমন গিল। সেখানেই তাঁকে সারা আলি খানের সম্পর্কে প্রশ্ন করা হয়। আর শুভমন গিল সেই সমস্ত প্রশ্নের যা উত্তর দিলেন, তাতে বলিউড অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হল। অনুষ্ঠানের সঞ্চালক সোনম বাজওয়া শুভমনকে প্রশ্ন করেন যে, বলিউডের সবথেকে ফিট অভিনেত্রী কে। উত্তরে শুভমন সারা আলি খানের নাম নেন। ফের তাঁকে প্রশ্ন করা হয় যে, তিনি সারা আলি খানের সঙ্গে ডেটিং করছেন কিনা। সেই প্রশ্নের উত্তরেও 'হয়তো' বলেন তিনি। এবার যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, 'সারার সমস্ত সত্যি বলো।' সলজ্জ ভঙ্গীতে শুভমন উত্তর দেন যে, 'সারা তো সব সত্যি কথাই বলে দিয়েছে।' শুভমন গিলের এমন ইঙ্গিতপূর্ণ উত্তরে দুই তারকার সম্পর্কের জল্পনা আরও বেড়েছে।
আরও পড়ুন - Alia Bhatt: মাতৃত্বের স্বাদ উপভোগ! মা হওয়ার পর প্রথম পোস্ট আলিয়া ভট্টের
প্রসঙ্গত, কিছুদিন আগেই নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি বিমানের ভিতর থেকে তোলা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি ট্যাঙ্ক টপ পরেছেন সারা আলি খান। বিমানের মধ্যে অনুরাগীদের অনুরোধ মতো সেলফিতে পোজ দিতে দেখা যাচ্ছে তাঁকে। অনুরাগীদের আবদারে সেলফি তোলার পর তিনি এসে বসছেন নিজের আসনে। আর বসার জায়গায় সারার পাশের সিটে বসে রয়েছেন যে যুবক, তাঁকে দেখে শুভমন গিল বলে অনুমান অনুরাগীদের। কারণ, ভিডিওটি তোলা হয়েছে পিছন থেকে। আর সারা আলি খান কার পাশে বসছেন, তাঁর মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। কিন্তু পিছন থেকে অনুমান করা যাচ্ছে যে, ওই যুবক আদতে শুভমন গিল দুজনের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'কী ঘটছে দুজনের মধ্যে?' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'গিল সারার প্রেমে পড়েছে'।