কলকাতা: ক্যামেরা দেখলেই তাঁর মুখ ভার, চোখে মুখে বিরক্তি! কিন্তু কেন? মুম্বইয়ের প্রায় সমস্ত তারকাই যখন পাপারাৎজিতে অভ্যস্থ, তখন একেবারেই উল্টো পথে হাঁটেন তিনি। জয়া বচ্চন (Jaya Bachchan)। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, জয়া বচ্চন মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। একাই গিয়েছিলেন তিনি। কথা বলছিলেন মনোজ কুমারের পরিবারের সঙ্গে। সেই সময়ে একজন মহিলা তাঁকে কাঁধে হাত দিয়ে ডাকেন। জয়া পিছন ঘুরে দেখেন, সেই মহিলা তাঁর অচেনা। সঙ্গে সঙ্গে জয়া ওই মহিলাকে ধাক্কা মেরে সরিয়ে দেন। চিৎকার করে ওই প্রৌঢ় ব্যক্তিকে বকাবকিও শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিং ভাইরাল হয়ে যাওয়ায় ফের কটাক্ষের স্বীকার হয়েছেন জয়া। তবে তিনি কেন পাপারাৎজিদের দেখলেই দুর্ব্যবহার করেন, তা নিয়ে এবার মুখ খুললেন জয়া কন্যা শ্বেতা বচ্চন। 

Continues below advertisement

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চনের কন্যা শ্বেতার দাবি, জয়া বচ্চনের দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই নাকি দমবন্ধ লাগে জয়ার। সেই কারণেই তিনি বিরক্ত হন। চিৎকার করেন বা রেগে যান। পাপারাৎজিরাও এখন জেনে গিয়েছেন জয়ার ধাত। সেই কারণেই জয়া বচ্চন এলেই তাঁরা তটস্থ হয়ে থাকেন। বিমানবন্দরে জয়াকে দেখলেই পথ ছেড়ে দেন তাঁরা। ধীরে সুস্থেই জয়ার ছবি তোলেন। ছবি তোলার জন্য হুড়োহুড়ি না করলে জয়া স্বভাবত রাগ করেন না। যেমন অম্বানি পরিবারের বিয়েতে জয়া স্বাভাবিকভাবেই পাপারাৎজিদের জন্য পোজ দিয়েছিলেন। 

জয়ার সঙ্গে কাজ করেছে বা জয়ার ছবি নিয়েছেন এমন কিছু পাপারাৎজিদের কাছ থেকে শোনা যায়,  জয়া ভীষণ ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতে পছন্দ করে। কোথাও খেতে গেলে সেখানে পাপারাৎজিদের জমায়েত হয়ে যাওয়া একেবারেই নাকি পছন্দ করেন না জয়া বচ্চন। এমন একাধিকবার হয়েছে যে পাপারাৎজিদের দেখে বিরক্ত হয়েছেন জয়া। তা সে ছবির প্রিমিয়ারেই হোক বা কোনও বিয়ের অনুষ্ঠানে.. জয়া বচ্চন পাপারাৎজিদের দেখলে স্পষ্টতই বিরক্ত হন।

Continues below advertisement

তবে কেন এমনটা করেন তিনি?  সেলিব্রিটি ছবিশিকারি মানব মঙ্গলানি জানিয়েছেন, জয়া বচ্চন নাকি খুবই মুষ্ঠিমেয় কিছু ছবিশিকারীদের সঙ্গেই স্বচ্ছন্দ। তাঁদের সঙ্গে হামেশাই বিভিন্ন মজা করেন জয়া। এমনকি ছবি নেওয়া তো দূরের কথা, তিনি নাকি বলে দেন ছবির অ্যাঙ্গেলও। তবে সেই সমস্ত নাকি কখনোই খবরের শিরোনামে আসে না। খবরের শিরোনামে আসে কেবলমাত্র জয়া বচ্চনের বিভিন্ন মেজাজ হারানোর ভিডিওই। তবে সদ্য, অম্বানিদের পরিবারের বিয়েতে বেশ ভাল মেজাজেই দেখা গিয়েছিল জয়াকে। সেখানে পাপারাৎজিদের জন্য পোজও দিয়েছিলেন তিনি।