নয়াদিল্লি: বলিউডে (Bollywood Wedding) ফের বিয়ের সানাই বাজল বলে। সাত পাক ঘুরতে চলেছেন তারকা জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra Kiara Advani Wedding)। প্রথমে শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারিই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে জানা যায় সেই তারিখ পিছিয়ে গেছে ১ দিন। ৭ ফেব্রুয়ারি অর্থাৎ 'রোজ ডে'-তে (Rose Day) হবে চার হাত এক। আর এই সবকিছুর মাঝেই প্রকাশ্যে এল বিবাহস্থলের (Wedding Venue) ভিডিও। সঙ্গে সঙ্গে ভাইরাল।
সিড-কিয়ারার বিয়ের 'ভেন্যু'র ভিডিও প্রকাশ্যে
রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্যালেস (Suryagarh Palace)। সেখানেই রাজকীয় ঢঙে সম্পন্ন হবে স্বপ্নের বিয়ে। আঁটোসাঁটো নিরাপত্তা। তার মধ্যেও ফাঁস হল 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও।
দেখে আন্দাজ করা যায়, গোলাপী তাদের থিম রং। ঝাড় লণ্ঠনের সারি। 'সঙ্গীত' অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্দরের সেই ভিডিও পোস্ট করেছেন এক পাপারাৎজি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তা। গোটা দুনিয়া যখন বর ও কনে বেশে সিদ্ধার্থ ও কিয়ারাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তখন এমন ঝলক যে মানুষ লুফে নেবে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Shershah) জুটি। কিন্তু সূত্রের খবর, আজ নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও ১ রাত। জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও।
আরও পড়ুন: Sidharth Kiara: শিরোনামে সিদ্ধার্থ ও কিয়ারা, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে
জানা গেছে, বিয়ে সেরে ৮ তারিখ সূর্যগড় প্যালেস ছেড়ে সংসার করতে পাড়ি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। কর্মসূত্রে দুজনেরই ঠিকানা এখন মায়ানগরী। আন্দাজ করা যায়, আরব সাগরের পাড়েই ঘর বাঁধবেন তাঁরা। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির অপেক্ষায় গোটা দেশ। প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন জীবন শুরু করার প্রহর গুনছেন কিয়ারা-সিদ্ধার্থও। আরও একটা দিন লম্বা হল সেই অপেক্ষা।
উল্লেখ্য, সিদ্ধার্থের মোট সম্পত্তি প্রায় ১০০ কোটির কাছাকাছি যা প্রত্যেক বছর ৪ থেকে ২১ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে কিয়ারার মোট সম্পত্তি ২৫ কোটির আশপাশে। অর্থাৎ তাঁদের মিলিত সম্পত্তি দাঁড়াচ্ছে ১২৫ কোটিতে গিয়ে।