মুম্বই: এই বছরের ফেব্রুয়ারি মাসেই 'জীবনের সবচেয়ে বড় উপহার' পাওয়ার কথা ঘোষণা করেছিলেন। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ার আডবাণী (Kiara Advani) অবশেষে সেই উপহার পেলেন। বলিউডের তারকা দম্পত্তি বাবা-মা হলেন। কিয়ারার কোল আলো করে এল কন্যাসন্তান। রিপোর্ট অনুযায়ী কিয়ারা এবং তাঁদের সন্তান উভয়েই সুস্থ, সবল রয়েছেন।

এর আগে ফেব্রুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক পোস্ট করে কিয়ারা লিখেছিলেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার... খুব তাড়াতাড়ি আসতে চলেছে।' এই ক্যাপশনের সঙ্গে ছিল একটি মিষ্টি ছবি। সেখানে সিদ্ধার্থের হাতের ওপর রাখা কিয়ারার হাত দেখা যায়। আর তাঁদের হাতের ওপর ছিল ওপর রাখা এক জোড়া সাদা, উলের বোনা ছোট্ট মোজা। এভাবেই ফেব্রুয়ারি মাসে নিজেদের বাবা-মা হতে চলার সুখবর দিয়েছিলেন দিয়েছিলেন দুইজনে।

 

প্রাথমিকভাবে অগাস্টেই কিয়ারারা ডেলিভারির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। তবে মাসখানেক আগেই কিয়ারার কোল আলো করে এল কন্যা। নর্ম্যাল ডেলিভারির মাধ্যমেই তারকা দম্পতির কন্যা জন্ম নেয়। মুম্বইয়ের গিরগাঁও এলাকার এইচএন রিলায়েন্স হাসপাতালে কিয়ারাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি সন্তানের জন্ম দেন। ঘটনাক্রমে, গত সপ্তাহেই সিড ও কিয়ারাকে গত সপ্তাহেই মুম্বইয়ের এক ক্লিনিক থেকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। পাপারাৎজিদের ক্যামেরা এড়ানোর জন্য তাঁরা ছাতা মাথায় দিয়েছিলেন। কিয়ারার বাবা-মা এবং সিদ্ধার্থের মা রিমা মলহোত্রও তাঁদের সঙ্গে সেই ক্লিনিকে গিয়েছিলেন। এবার তার এক সপ্তাহ পরেই এল সন্তান।

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। এবার তাঁদের জীবনের নতুন অধ্যায় শুরু হল।