মুম্বই: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। শোনা যাচ্ছে, আগামী ৬ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। রাজস্থানের জয়সলমীরের সূর্যগড় প্যালেসে নতুন জীবন শুরু করবেন তাঁরা। বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। দুই পরিবার, ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন। শোনা যাচ্ছে, ১০০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন সিদ্ধার্থ- কিয়ারার বিয়েতে। দুই তারকা বিয়ে সম্পর্কে নিজেদের মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু সম্প্রতি জয়সলমীরের সূর্যগড় প্যালেসের পক্ষ থেকে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা হয়েছে। সেই কমেন্ট দেখেই আন্দাজ করা যাচ্ছে যে, তাহলে কি তারা সিদ্ধার্থ - কিয়ারার বিয়ের খবর স্বীকার করে নিল?


সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে নিশ্চিত করল সূর্যগড় প্যালেস?


সম্প্রতি পাপারাৎজ্জিদের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর ছবি পোস্ট করে তাঁরা লিখেছেন যে, সিদ্ধার্থ - কিয়ারার বিয়ে কভার করতে তাঁরা শীঘ্রই জয়সলমীর আসছেন। পাপারাৎজ্জিদের সেই পোস্টেই 'দেখা হচ্ছে শীঘ্রই' বলে কমেন্ট করা হয় সূর্যগড় প্যালেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে। এরপরই নেট দুনিয়ায় গুঞ্জন রটেছে যে, এভাবেই দুই বলি তারকার বিয়ের খবর নিশ্চিত করল সূর্যগড় প্যালেস?


আরও পড়ুন - K Viswanath Passes Away: প্রয়াত কিংবদন্তি ছবি নির্মাতা কে বিশ্বনাথ, শোকের ছায়া বিনোদন জগতে


প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও সেভাবে অস্বীকারও করেননি দুজনের কেউই। কখনও বিমানবন্দরে, কখনও কোনও পার্টিতে, নানা সময়ই ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। কিন্তু সম্পর্কের কথা উঠলেই একে অপরকে বন্ধু বলে উল্লেখ করেছেন। তবে, কিছুদিন আগেই কর্ণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ আসেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুজনে একসঙ্গে নয়, এসেছিলেন আলাদা আলাদা। সেখানেই কর্ণ জোহর তাঁদের বিয়ের কথা জিজ্ঞাসা করলে যেমন স্বীকার করে নেননি, তেমনই সরাসরি অস্বীকারও করেননি তাঁরা।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর রসায়ন শুধু ব্যক্তিগত জীবনেই নয়, দেখা গিয়েছে রুপোলি পর্দাতেও। তাঁরা জুটি বেঁধেছেন 'শেরশাহ' ছবিতে। কার্গিল যুদ্ধের শহিদ বিক্রম বাত্রার জীবনের উপর নির্ভর করে তৈরি হয় ছবিটি। মুখ্য চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ। ছবিটি বক্স অফিসেও সাফল্য পায়।