কলকাতা: ৪০ পার করছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। ৪১ বছরের জন্মদিনটা অবশ্য তাঁর কাছে একটু আলাদা, বাবা হিসেবে এই প্রথম জন্মদিন তাঁর। কোলে এসেছে এরকত্তি কন্যা। জুলাই মাসের ১৫ তারিখে বাবা হয়েছেন সিদ্ধার্থ, মা হয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর সেই কারণেই, প্রিয় মানুষের জন্মদিনটা একটু বিশেষভাবে সাজিয়ে তুললেন কিয়ারা। কী কী আয়োজন ছিল?
কিয়ারা সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের জন্মদিনের একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন। প্রথমেই রয়েছে সিদ্ধার্থের একটি ছবি। আর তার পরে রয়েছে, তাঁর জন্য আনা বিশেষ চকোলেট কেকের ছবি। কেকের ওপর লেখা, 'ড্যাডি কুল'। আর একটি ধাপে লেখা, 'সরায়ার বাবা'। সিদ্ধার্থ আর কিয়ারা একরত্তির নাম রেখেছেন সরায়া। জন্মদিনে সিদ্ধার্থের নতুন পরিচয়, কেকের ওপর লিখে দিলেন কিয়ারা।
ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন হল সিদ্ধার্থের। কর্ণ জোহর, মণীষ মলহোত্রর মতো বলিউড তারকা থেকে শুরু করে বন্ধুরাও উপস্থিত ছিলেন তাঁদের পার্টিতে। কালো পোশাকে সেজেছিলেন কিয়ারা। তাঁকে জড়িয়ে ধরেই কেক কাটেন সিদ্ধার্থ। কিয়ারা সিদ্ধার্থের জন্ম 'হ্যাপি বার্থ ডে' গান ও গান। গান গাইতে গিয়ে প্রথমে লজ্জায় লাল নায়িকা। তারপরে অবশ্য সবার অনুরোধে গান গান কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল ছোট্ট সেই ক্লিপিংস।
কিয়ারা সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থের ছবি শেয়ার করে লিখেছেন, 'সরায়ার প্রিয় মানুষ আর যে মন থেকে আর বাইরে থেকে.. ২ দিকেই সুন্দর.. আমি এখনও যার প্রেমে পাগল.. যাকে দেখলে মুগ্ধ হয়ে যাই... আর এখন আমাদের একরত্তি ও তাই.. শুভ জন্মদিন বর।' সোশ্যাল মিডিয়ায় কিয়ারার মিষ্টি এই পোস্টে সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
সন্তান হওয়ার পরে, আড়ালেই ছিলেন কিয়ারা। তবে দিওয়ালির সময় কিয়ারা সিদ্ধার্থের সঙ্গে প্রথম ছবি শেয়ার করে নিয়েছিলেন। সেখানে হলুদ পোশাকে রঙমিলান্তি করেছিলেন ২ জনে। কাজের ক্ষেত্রে, কিয়ারা আপাতত বিরতি নিয়েছেন কিছুটা সময়ের জন্য। ছেড়েছেন লোভনীয় ছবির অফার। আপাতত মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তিনি, সেই কারণেই রূপোলি পর্দার থেকে একটু দূরত্ব বজায় রাখছেন তিনি। ডন ৩ ছাড়াও একাধিক সিনেমার অফার ছেড়ে দিয়েছেন কিয়ারা।