নয়াদিল্লি: তারকা জুটির তরফে কোনও অফিসিয়াল তথ্য না এলেও বলিউডে (Bollywood) জোর জল্পনা, ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর গত বছরের মতো ২০২৩-কেও স্বাগত জানালেন তাঁরা হাতে হাত ধরে। সঙ্গী পরিচালক-প্রযোজক কর্ণ জোহর (Karan Johar) ও ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র (Manish Malhotra)। সকলে একসঙ্গে রয়েছেন দুবাইয়ে (Dubai)।
সিড-কিয়ারার নববর্ষ
রবিবার, ১ জানুয়ারি, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্র। ছবিতে দেখা গেল মণীশ, কর্ণ ও সিদ্ধার্থ পরেছেন কালো স্যুট। অন্যদিকে কিয়ারা পরেছেন ঝলমলে সবুজ ড্রেস। 'নিউ ইয়ার ব্যাশ'-এর এই ছবি পোস্ট হতেই ভাইরাল।
এই ছবি শেয়ার করে সিদ্ধার্থ লেখেন, 'সকলকে দুর্দান্ত নতুন বছরের শুভেচ্ছা।' নিউ ইয়ার পার্টির বেশ কিছু ছবি কর্ণ জোহর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও পোস্ট করেছেন। সেখানে তাঁকে রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও পোজ দিতে দেখা গেছে। যদিও অভিনেত্রীর মুখ ঢাকা ছিল 'মাস্ক'। কর্ণকেও একটি ছবিতে মাস্ক পরে দেখা যায়।
আরও পড়ুন: Sidharth Kiara Marriage : ফেব্রুয়ারিতেই সাতপাক ঘুরে ফেলছেন সিদ্ধার্থ-কিয়ারা, ভেন্যুও নাকি ঠিক?
প্রসঙ্গত, সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে পর্দায় দেখা যায় ২০২১ সালে, 'শেরশাহ' ছবিতে। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনই। এবার তাঁদের বিয়ে নিয়েও চলছে জোর জল্পনা। শোনা যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে সারবেন সিড-কিয়ারা। বিয়ে হবে রাজস্থানের জয়সলমীরে। তবে নিজেদের মুখে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারকা জুটি।