মুম্বই: বিয়ের মরসুম চলছে। তারকারাও নিজের নিজের মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করছেন। কিছুদিন আগেই বিয়ে করলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। দীর্ঘদিনের প্রেমিক ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নতুন জীবন শুরু করবেন তাঁরা। আর এবার সামনে এলো সিদ্ধার্থ - কিয়ারার বিয়েতে (Sidharth Kiara Wedding) আমন্ত্রিত অতিথিদের তালিকা। কারা কারা হাজির থাকবেন দুই তারকার বিয়েতে?


সিদ্ধার্থ - কিয়ারার বিয়ের অতিথি তালিকা-


বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। গত বছর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি জানা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। যদিও দুই তারকাই বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু প্রস্তুতি যে জোরকদমে চলছে তা খবর পাওয়া যাচ্ছে নানা মাধ্যমে। ইতিমধ্যেই অভিনেত্রীকে ডিজাইনার মনীশ মলহোত্রর বাড়িতে যেতে দেখা গিয়েছে। আন্দাজ করা যাচ্ছে, বিয়ের পোশাক নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে হাজির থাকতে পারেন ১০০ থেকে ১২৫ জন অতিথি। বলিউডের বেশ কিছু তারকাও রয়েছেন সেই তালিকায়। তারকাদের মধ্যে কর্ণ জোহর, মনীশ মলহোত্র, ইশা অম্বানি, শাহিদ কপূর, মীরা রাজপুত কপূরের নাম শোনা যাচ্ছে। 


আরও পড়ুন - Anurag Kashyap: বাড়ি থেকে বের করে দিয়েছিলেন স্ত্রী, স্মৃতিচারণা অনুরাগ কাশ্যপের


সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের নানা অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত, হলদি অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রাজস্থানের জয়সলমেরে বসছে তাঁদের বিয়ের আসর। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেখানে ৮০টি বিলাসবহুল ঘর বুক করা হয়ে গিয়েছে। অতিথিদের আগমনের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। তালিকায় রয়েছে মার্সিডিজ বেঞ্জ, জাগুয়ার, বিএমডব্লিউ-এর মতো গাড়ি। নিরাপত্তার বেষ্টনিতে ঘিরে ফেলা হতে চলেছে জায়গাটি।


প্রসঙ্গত, ২০২১-এর ডিসেম্বরে রাজস্থানেই বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। চূড়ান্ত নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে বিয়ে সারেন তাঁরা।