কলকাতা: পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এখন তাঁদের সমস্ত পরিকল্পনা, সমস্ত কাজকর্ম সব সেই আগামীর সন্তানকে ঘিরেই। আর বাবা-মা হয়ে ওঠা মানেই তো জীবনের একটা নতুন অধ্যায়। সেই অধ্যায়ের জন্যই নিজেদের প্রস্তুত করছেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। সদ্য সিদ্ধার্থের মুখে শোনা গেল সেই কথাই। একটি চ্যাট শো -তে এসে সিদ্ধার্থ সন্তানকে বড় করা নিয়ে, তাকে শিক্ষা দেওয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন।
সদ্য সিদ্ধার্থ একটি চ্যাট শো-তে এসে বলেন, 'একজন সন্তানকে বড় করে তোলা মা-বাবার অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন শিশুকে সাংস্কৃতিকভাবে আপনি কী কী শেখাচ্ছেন। একজন শিশুকে শেখানো উচিত আশেপাশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা কতটা জরুরি ও সমাজে থাকা কতটা জরুরি। শুধু তাই নয়, ছোট থেকেই একজনকে নিজের কাজের দায়িত্ব নিতে শিখতে হবে। বাবা মা যে শিক্ষায় নিজেরা বিশ্বাস করেন, সেই শিক্ষাই তিনি তাঁদের সন্তানকে দিতে পারবেন। একজন ছেলে হয় জন্ম থেকেই, কিন্তু সে একজন প্রকৃত পুরুষ হয়ে ওঠে নিজের স্বভাবে।'
বোঝাই যায়, সিদ্ধার্থ তাঁর সন্তানকে নিয়ে, তাঁকে বড় করা নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, পরিবারকে চিরকালই বেশি গুরুত্ব দেন কিয়ারা আডবাণী। মা হচ্ছেন এই খবর পাওয়ার পরেই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত কিয়ারা দুটি ছবির কাজ করছেন। এরপরে তাঁর কথা ছিল 'ডন ২' ছবিটির মুখ্যভূমিকায় অভিনয় করার। তবে সেই প্রোজেক্টটি ছেড়ে দিয়েছেন কিয়ারা। তাঁর বদলে এখন নতুন মুখ খুঁজছেন নির্মাতারা। তবে কিয়ারার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর সন্তান।
কিয়ারা এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি চান তাঁর সন্তান তাঁর বা সিদ্ধার্থের মতো নয়, যদি সেই সন্তান মেয়ে হয়, তাহলে সে যেন হয় করিনা কপূর খানের মতোই। করিনাকে আদর্শ হিসেবে মনে করেন কিয়ারা। সেই কারণেই কিয়ারা চান, তাঁর সন্তান হলে সে যেন করিনার মতোই বেড়ে ওঠে। এর আগে অবশ্য কিয়ারা জানিয়েছিলেন, ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাঁর যেন একটা সুস্থ সন্তান হয়।
আরও পড়ুন: Amitabh Bachchan: ২৫ বছরের সম্পর্কে ইতি! অমিতাভের জায়গা নিতে চলেছেন এই বলিউড তারকা! শুনলে অবাক হবেন