কলকাতা: আজ মুক্তি পেয়েছে সলমন খান (Salman Khan)-এর নতুন সিনেমা 'সিকন্দর'। ঈদে প্রত্যেকবারই অনুরাগীদের জন্য নতুন নতুন সিনেমা নিয়ে আসেন সলমন। আর তাঁর এবারের চমক 'সিকন্দর'। তবে মুক্তির আগেই বিপাকে পড়ল এই ছবি। মুক্তির কয়েক ঘণ্টা আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল 'সিকন্দর'! ট্রেড অ্যানালিটিক্স কোমল নাহতা এদিন ট্যুইট করে লিখেছেন, 'এটা যে কোনও প্রযোজকের কাছে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। থিয়েটারে ছবি মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ছবিটি ফাঁস হয়ে যাওয়া। দুঃখের সঙ্গে জানাচ্ছি, সাজিদ নাদিয়াওয়ালার শেষ ছবি 'সিকন্দর'-এর সঙ্গেও ঠিক এটাই ঘটেছে। জানা যাচ্ছে, মুক্তির আগের সন্ধেয় অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল 'সিকন্দর'। ছবির প্রযোজক মোট ৬০০টা সাইট থেকে অনলাইন ভার্সনটা মুছে ফেলেছেন। তবে আশা করা যায়, এই অনলাইনে ফাঁস হয়ে যাওয়া ছবির ব্যবসার ওপর কোনও প্রভাব ফেলবে না।

প্রথমদিনে ভালই ব্যবসা করেছে এই ছবি। হিন্দিতে ইতিমধ্যেই এই ছবিটি ২.২ লাখ টিকিট বিক্রি করে ফেলেছে। মুক্তির আগেই এই ছবিটি মুক্তি পেয়েছে ১৩.৫৩ কোটি কাটার ব্যবসা করে ফেলেছে। হিন্দিতে গোটা ভারতে ৮ হাজার শো পেয়েছে 'সিকন্দর'।

প্রসঙ্গত, নিরাপত্তার কারণে এই ছবির প্রচার কাটছাঁট করেছেন সলমন খান। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই কড়া নিরাপত্তা বলয়ে রয়েছেন সলমন। একাধিকবার পেয়েছেন হুমকি ও। তাঁর বাড়ির বাইরে এখন সবসময় মোতায়েন থাকছে পুলিশ। বাড়ির ভিতরেও নিরাপত্তা বজায় রাখতে হচ্ছে সলমন খানকে। তাঁর একা বাইরে বেরনো নিষেধ। এমনকি জানলার ধারে পর্যন্ত দাঁড়ানো নিষেধ। তবে সদ্য একটি অনুষ্ঠানে এসেছিলেন সলমন ও রশ্মিকা। সেখানেই জড়ো হয়েছিলেন সাংবাদিকরা। কড়া নিরাপত্তায় চলল ছবির প্রচার।

সেখানেই সলমন বললেন, 'সোশ্যাল মিডিয়ায় মানুষজন পিছনে লেগে থাকেন। কেন আমি ৩১ বছরের ছোট নায়িকার সঙ্গে কাজ করছি। আরে বাবা, যখন নায়িকার কোনও সমস্যা নেই, নায়িকার বাবার কোনও সমস্যা নেই.. তাহলে বাকিদের কী সমস্যা? যখন ওর (রশ্মিকার) বিয়ে হয়ে যাবে, বাচ্চা হবে, সেই বাচ্চা বড় হবে... তার সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো অবশ্যই পাব বলুন?' এই কথা বলে সলমন তাকান রশ্মিকার দিকে। হেসে সম্মতি দেন নায়িকা।