কলকাতা: ছবির প্রচার থেকে শুরু করে অনুষ্ঠানের খবর... আরজি কর আবহে বারে বারে আক্রমণের শিকার হচ্ছেন শিল্পীরা। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে একাধিক শিল্পীরা নিজেদের কাজের কথা পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন। এবার এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন সঙ্গীতশিল্পী অভিনেতা শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)।


শিলাজিৎ বলছেন, 'আমরা শিল্পীরা আমাদের কাজগুলোর কথা জানালে খুব অসুবিধা হয়ে যাচ্ছে দেখছি। কিছু কথা বলতেই আজকে আমার এই ভিডিওটা করা। আমরা শিল্পীরা শেষে গিয়ে খুব সাধারণ মানুষ। আমাদেরও একটা পেশা রয়েছে। প্রত্যেকের মতো আমরাও কাজ করি। আমাদেরও একটা গান, বাজনা অভিনয়ের দোকান রয়েছে। সেই দোকানটা চললেই আমাদের সংসার চলে। কিন্তু আমরা শিল্পীরা যখনই তাঁদের কাজের কথা কিছু বলছেন, যেমন স্বস্তিকা জানাচ্ছেন তাঁর সামনে একটা ছবি রয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন তাঁর একটা ছবি চলছে, লোপামুদ্রা, শ্রীকান্ত যখনই তাঁদের কাজের কথা জানাচ্ছেন বা করতে যাচ্ছেন.. তখন আপনারা অনেকেই না বুঝে ট্রোলিং করে ফেলছেন। যাঁরা ট্রোলার, তাঁরা তো করবেনই ট্রোলিং। কিন্তু যাঁরা সাধারণ মানুষ, যাঁরা আমাদের অনুরাগী, দেখছি তাঁরাও ট্রোলিং করছেন'।


শিলাজিৎ আরও বলছেন, '১৪ তারিখে আমাদের একটা কনসার্ট আছে। এই কনসার্টটা আমাদের ২ তারিখে করার কথা ছিল। এটার জন্য আমরা মুখিয়ে বসেছিলাম। আমরা মানসিকভাবে এতটাই খারাপ অবস্থায় ছিলাম যে ২ তারিখ শো-টা করতে পারিনি। কেন পারিনি সেটা গোটা পৃথিবী জানে। আমি আমার বাবা মারা যাওয়ার পরের দিন শো করেছি। কিন্তু তিলোত্তমার ক্ষেত্রে পারিনি। আমরা বিভিন্ন জায়গায়, মিছিলে পথে নেমেছি। স্লোগান দিয়েছি। আমরাও আপনাদের মতোই বিচার চাই। কিন্তু শো আছে, কনসার্ট রয়েছে। সেটা পিছিয়ে দিয়েছি। আপনারা কি মনে করেন কবি যদি না খেতে পেয়ে, টিবি হয়ে মারা না যান, তিনি কবি নন? প্রত্যেকে তো যে যার মতো কাজ করছেন.. যেমন বিজ্ঞাপন না হলে নিউজটা দেখতে পাবেন না, তেমনই অনুষ্ঠান না করলেও আমাদের পেট চলবে না।'



আরও পড়ুন: Swastika and Shilajit: ছবির প্রচার করতেই স্বস্তিকাকে বয়কটের ডাক! পাশে দাঁড়ালেন শিলাজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।