১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সিমরন। ‘সিমরন’-এর ট্রেলার দেখেছেন? কঙ্গনাকে ভাল না বেসে পারবেন না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2017 10:29 AM (IST)
মুম্বই: হনসল মেহতার ‘সিমরন’ ছবির ট্রেলার মুক্তি পেল। তাতেই পরিষ্কার, আমেরিকায় বাসরত মুখফোঁড় মেয়ের ভূমিকায় কঙ্গনা রানাওয়াত আবার ছক্কা হাঁকিয়েছেন। কঙ্গনার চরিত্র গড়ে তোলা হয়েছে এক অনাবাসী নার্সের জীবনের আদলে, জুয়োর ধার মেটানোর জন্য যিনি ব্যাঙ্ক ডাকাতি করে ধরা পড়েন। ৩ বারের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী ছবিতে ডিভোর্সি, নিজের ইচ্ছেমত বাঁচেন, খোলাখুলি পুরুষদের ইমপ্রেস করার চেষ্টা করতেও দ্বিধা করেন না। যিনি বলেন, আরে ছেলেদের ইমপ্রেস করতে পারা তো ট্যালেন্ট, তাতে চরিত্র খারাপ কেন হবে, আমি সত্যিকারের চরিত্রহীনতার কথা বলছি। দেখুন ট্রেলারটি