কলকাতা: রিয়েলিটি শো (Reality Show) থেকে উত্থান তাঁর। কীর্তন (Kertan) গানেই সকলের মনজয় করেছেন তিনি। শুধু বঙ্গভূমি নয়, বিদেশের মাটিতেও বর্তমানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। আপাতত একটি প্রোজেক্ট শুরু করেছেন তিনি। প্রতি মাসের বারো তারিখ, অদিতি মুন্সির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে একটি করে নতুন মৌলিক ভক্তিগীতি। আর চলতি মাসে অদিতি প্রকাশ করেছেন পুজোর গান 'আনন্দিনী মা'। অদিতি মুন্সির কণ্ঠে, সপ্তর্ষি ঘটকের কথায় এই গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন পণ্ডিত তন্ময় বসু। শিল্পী জানিয়েছেন, বারো গানে বর্ষযাপন'- এর মাধ্যমে সম্মান জানানো হয়েছে সকল নারীশক্তি। কারণ সব নারীই দেবীর প্রতিমূর্তি। সব নারীশক্তির মধ্যেই রয়েছে মা আদিশক্তির অংশ। সেই শক্তিই কখনও দেবী দুর্গা, কালী, জগদ্ধাত্রী কিংবা অন্নপূর্ণার রূপ ধরে আমাদের আগলে রাখেন। আবার এই শক্তিরূপিণী আনন্দিনী মায়েরা সময় উপযোগী হয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন সমাজের প্রতিটি কার্যক্ষেত্রে। উমা রূপী সেই সকল নারীদের জীবন সংগ্রামকে সম্মান জানানো হয়েছে এই গানের মাধ্যমে। অদিতির অন্যান্য গানের মতোই এই গানও সকলের মনে জায়গা করে নেবে বলে বিশ্বাসী শিল্পী এবং নির্মাতারা।
অদিতির এবারের পুজো প্ল্যানিং
এবারের পুজোয় কলকাতায় থাকছেন না অদিতি। বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছেন তিনি। কিছুটা মনখারাপ রয়েছে বটে। তবে অনুষ্ঠান নিয়ে রয়েছে উত্তেজনাও। ২০২৩ সালের পুজোর 'প্ল্যানিং খানিক উল্টে গেছে', জিজ্ঞেস করতেই খানিক থেমে উত্তর শিল্পীর। এবার তাহলে কোথায় থাকবেন তিনি? অদিতি মুন্সি বলেন, 'এত বছর ধরে আমার পুজো কলকাতাতেই কেটেছে। এই প্রথমবার কলকাতার বাইরে গিয়ে একেবারে বিদেশের মাটিতে পুজো দেখার প্ল্যানিং। সেখানে গানবাজনা, সেখানকার পুজো, সেখানকার মানুষজন, এই সবমিলিয়ে একটা অন্যরকম পুজো কাটবে এই বছর। তবে কলকাতার পুজো প্রচণ্ড মিস করব।' শিল্পী অকপট, 'বিদেশে এই প্রথম পুজো না, আমি কলকাতার বাইরেই পুজোয় কোথাও যাই না। এতবছরে কখনও যাইনি। গেলেও ওই সকালের ফ্লাইটে গেলাম অনুষ্ঠান করলাম, আবার পরেরদিন সকালের ফ্লাইটে ফেরত চলে এলাম, এরকম হয়েছে। কলকাতার পুজোর একটা আলাদা ফ্লেভার আছে, সেটা এতবছরে মিস করিনি কখনও। কিন্তু এই বছর আর আটকাতে পারলাম না। এবার না হয় দেখে আসি বিদেশের পুজো কেমন।'
আরও পড়ুন- দেবীপক্ষে এ কোন দীপিকা! রোহিত আলাপ করালেন তাঁর 'লেডি সিংঘম'-এর সঙ্গে