কলকাতা: করোনার কবলে পড়ে হারাতে বসেছেন দৃষ্টিশক্তি! বৃহস্পতিবার রাতে করা পরমা বন্দ্যোপাধ্যায়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ফের একবার বুঝিয়ে দিল, কি ভয়াবহ ক্ষতি করতে পারে এই মারণ ভাইরাস!


গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি পোস্ট করেন সঙ্গীতশিল্পী ও সঞ্চালক পরমা বন্দ্যোপাধ্যায়। ছবিতে দেখা যায়, তাঁর এক চোখে বিশাল বড় করে বাঁধা ব্যান্ডেজ, মুখে মাস্ক। পরমা লিখছেন, সামান্য জ্বর ও সর্দিকাশিতে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মত প্রয়োজনীয় সমস্ত টেস্টও করান। কিন্তু তাতে কোনও সংক্রমণ পাওয়া যায়নি। নিয়মমতো ওষুধের কোর্সও শেষ করেন। কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ তাঁর বাঁ দিকের চোখ ঝাপসা হয়ে যেতে থাকে। এরপর ৮০ শতাংশ দৃষ্টিই চলে যায়। পরমা বলছেন, ‘চোখে কোনও ব্যথা নেই। চোখ থেকে জল পড়া নেই। বাড়তি কোনও কষ্টও ছিল না। কেবল চোখটা যেন ভারী হয়ে আছে। সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি।’ 


এরপর দেরি না করেই চিকিৎসকের পরামর্শ নেন পরমা। রেটিনা বিশেষজ্ঞের কাছে গিয়ে সমস্ত পরীক্ষা করান তিনি। রিপোর্ট দেখে বেশ চিন্তায় পড়ে যান চিকিৎসক। পরমাকে প্রশ্ন করেন, 'কি করে এটা বাঁধালে বলো তো।' রেটিনা বিশেষজ্ঞ জানান, VKH Syndrome নামের এক অসুখে ভুগছেন তিনি।


পরমা লিখছেন, 'আমি এখনও জানি না আমার স্বাস্থ্যের কী অবস্থা। জানি না আদৌ সেরে উঠব কিনা।' সেইসঙ্গে পরমা সবাইকে সাবধান থাকতে বলেছেন। অনুরাগীদের সাবধানেও থাকতে বলেছেন তিনি। করোনা যে অঙ্গহানির কারণ হতে পারে সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। পরমা বার্তা দিয়েছেন সমস্ত অনুরাগীদের পাশে থাকার। সোশ্যাল মিডিয়া অনুরাগীরাও সুস্থতা কামনা করেছেন পরমার।



ক্যাপশানে পরমা মজা করে লিখছেন, 'চিনতে পারছেন মিস্টার বোস?' ক্যাপশান জুড়ে নিজের অভিজ্ঞতার কথা বিস্তারিত শেয়ার করেছেন শিল্পী। তাঁর পোস্ট অনুরাগীদের মনে ভয় ধরাচ্ছে বৈ কী!