নয়াদিল্লি: জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award Winner) সঙ্গীতশিল্পী বি প্রাকের (B Praak) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হল কনসার্ট! শনিবার এমনই কাণ্ড ঘটল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। ঠিক কী ঘটনা ঘটে?


চরম বিশৃঙ্খলা, মাঝপথেই বন্ধ হল বি প্রাকের অনুষ্ঠান


তাঁর কণ্ঠে মজে থাকেন আট থেকে আশি। পেপি গান হোক দরদ ঢালা আবেগঘন গান, বি প্রাক এখন মানুষের মনে স্থানী স্থান পেয়েছেন। শনিবার উত্তরপ্রদেশের এটাওয়াহ্ মহোৎসবে অনুষ্ঠান করেন শিল্পী। কিন্তু সেখানের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি শিল্পী বা আয়োজক কারও পক্ষেই। 


বি প্রাকের অনুষ্ঠানে গান শুনতে হাজির হন কয়েক হাজার শ্রোতা। ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে পুলিশ প্রশাসন। ফলে আয়োজকদের তরফে আচমকা মাঝপথেই থামিয়ে দিতে হয় অনুষ্ঠান। যে পরিমাণ শ্রোতা হাজির হয়েছিলেন তাদের সামলাতে অপারগ হয়ে পড়ে পুলিশ। ভিড় সামলাতে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন তাঁরা।


সূত্রের খবর, অনুষ্ঠান স্থলে ১৫ হাজারেরও বেশি দর্শক জমা হয়েছিলেন। এদিকে ওই স্থানের লোক ধারণের ক্ষমতা মাত্র ৫ হাজার। বিপুল ভিড়ের জন্য কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই অনুষ্ঠান শুরুর মাত্র দেড় ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। 


 






প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বি প্রাকের অনুষ্ঠান শুরুর কথা ছিল শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ। যদিও উৎসাহী অনুরাগীরা বিপুল সংখ্যায় অনুষ্ঠানস্থলে পৌঁছতে শুরু করেন বিকেল ৫টা থেকেই। গায়ক যতক্ষণে এসে পৌঁছন এবং মঞ্চে ওঠেন, ততক্ষণে জনসমুদ্র বিপুল আকার ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই ভিড়ের মধ্যে উদ্দীপনা বেসামাল হয়ে ওঠে এবং এর ফলে সম্পত্তিও নষ্ট হয়। যার ফলে বাধ্য হয়ে আয়োজকরা কনসার্ট বন্ধ করে দেন এবং নিশ্চিত করেন সকলে যেন সুস্থভাবে অনুষ্ঠানস্থল থেকে বের হতে পারেন। ভাঙা চেয়ার এবং ভেন্যুর একাধিক সম্পত্তি নষ্টের ভিডিও ও ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


আরও পড়ুন: Tumpa Autowali: মেঘনার সঙ্গে নাচে-গানে বর্ষবরণ আবিরের, মেনে নেবে টুম্পা?


এদিনের কনসার্টে নিজের একাধিক জনপ্রিয় গান গাইতে শোনা যায় বি প্রাককে। তার মধ্যে 'অ্যানিম্যাল' ছবির 'সারি দুনিয়া জলা দেঙ্গে', 'কেসরি' ছবির 'তেরি মিট্টি' বা 'ফিলহাল' অন্যতম। বি প্রাক ছাড়াও এটাওয়াহ্ মহোৎসবে অনুষ্ঠান করেন গজল গায়ক কুমার সত্যম, 'ইন্ডিয়ান আইডল' জয়ী সলমন আলি, হিন্দুস্তানি ক্লাসিক গায়ক পারুল মিশ্র, কবি কুমার বিশ্বাস প্রমুখ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।